ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান 

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০ , ০৮:১৮ পিএম


loading/img

মানিকগঞ্জে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। 

বিজ্ঞাপন

গিলন্ড মুন্নু সিটিতে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে দিনব্যাপী ক্রীড়াপ্রতিযোগিতা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির চেয়ারপারসন আফরোজা খান রিতা। 

এসময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সৈয়দা নাসরিন আক্তার, উপাধ্যক্ষ আমিনুর রহমান, ক্রীড়া শিক্ষক হায়াত আলী, অন্যান্য শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অতিথিরা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

৪০টি ইভেন্টের এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিষ্ঠানের ৬টি গ্রুপ। স্যাটার্ন গ্রুপ চ্যাম্পিয়ন এবং আর্থ গ্রুপ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। 

শিক্ষার্থীদের পাশাপাশি পুরুষ শিক্ষক, নারী শিক্ষক, পুরুষ অভিভাবক, নারী অভিভাবক এবং প্রতিষ্ঠানের কর্মচারীও আলাদা আলাদাভাবে এই প্রতিযোগিতায় অংশ নেন। ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়িয়ে দেয় নতুন মাত্রা। আমন্ত্রিত অতিথি ও অভিভাবকসহ সবাই এই আকর্ষণীয় অনুষ্ঠান উপভোগ করেন।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |