ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিয়া (০৮) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সোহাগপুর চৌধুরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তারা ওই গ্রামের সাদির মিয়ার মেয়ে।
স্থানীয় লোকজন ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগ থেকে দুই বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি পুকুরে তাদের জামা ও চুল দেখতে পায়। পরে তাদেরকে উদ্ধার করে আশুগঞ্জ মেডিল্যাব হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহত শিশুদের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ফরিদ মিয়া জানান, পরিবারের আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।
এজে/পি