ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ , ০৯:৩৮ পিএম


loading/img

যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলীবাড়ীতে বাসচাপায় ভ্যানযাত্রী স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আহত হয়েছেন আরও তিনজন। 

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন—সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পুর্ববা ঐতারা গ্রামের গোলাম হোসেনের স্ত্রী মো. শফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী সুমনা খাতুন (৩৮) এবং শফিকুল ইসলামের বোন লাকী খাতুন (২২)। 

এ বিষয়ে যমুনা সেতু পশ্চিমপাড় থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘সন্ধ্যার পর মুলিবাড়ী ওভারব্রিজের কাছে ৬ জন যাত্রীসহ একটি অটোভ্যান মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি বাস অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।’

আরটিভি/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |