• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

বিয়ের ৩ দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ১৪:২৫
বিয়ের ৩দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। তার নাম রাকিব জমাদ্দার (২৩)। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার চরখালি-মঠবাড়িয়া সড়কের ইকড়ি-ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার।

এ ঘটনায় সুব্রত হালদার (২০) নামে আরকে মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

জানা যায়, নিহত রাকিব জমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভগিরতপুর ইউনিয়নের ছোটশৌলা গ্রামের কবির জমাদ্দারের ছেলে। আহত সুব্রত হালদার পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে। ১৮ জানুয়ারি রাকিব বিয়ে করেছিলেন। বিয়ের ৩ দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে ইউপি সদস্য মনির হাওলাদার বলেন, ‘রাত ১১টার দিকে চরখালি থেকে আসা একটি মোটরসাইকেল চরখালি-মঠবাড়িয়া সড়কের ইকড়ি-ঝাউতলা বাজারের কাছে নির্মাণাধীন একটি কালভার্টের গর্তে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। আমি সংবাদ পেয়ে পুলিশে খবর দিই, তবে পুলিশ আসার আগেই পরিবারের লোকজন এসে মরদেহ বাড়িতে নিয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। শুনেছি সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাওয়া যায়নি। নিহত রাকিব জমাদ্দারের পরিবার এসে ঘটনাস্থল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছে। যেহেতু নিহতের বাড়ি পার্শ্ববর্তী মঠবাড়িয়া থানা এলাকায় তাই আমরা মঠবাড়িয়া থানায় যোগাযোগ করে তাদের বিষয়টি অবগত করেছি।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
মোটরসাইকেল-লেগুনা-লরির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালক-দুলাভাই নিহত
গাড়ি দুর্ঘটনায় মাশরাফীর মৃত্যু, যা জানা গেল