ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

গোপালগঞ্জে ধর্ষণের শিকার পোশাক কর্মী

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ , ০৩:০৫ পিএম


loading/img
প্রতিকী ছবি

গোপালগঞ্জে এক পোশাক কর্মী (২৫) ধর্ষণের শিকার হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে ওই পোশাক কর্মী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ধর্ষক ইজিবাইকচালক খায়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সোমবার রাতে ওই গার্মেন্টস কর্মী গাজীপুর থেকে খুলনা যাবার পথে গোপালগঞ্জ পুলিশ লাইনস-এর কাছে এসে পৌঁছায়।

এ সময় রাত হয়ে যাওয়ায় কোনও যানবাহন না থাকায় সে একাকি সেখানে অবস্থান করে। এ সময় ধর্ষক খায়রুল ইসলাম সকালে ইজিবাইকে করে খুলনায় পৌঁছে দেওয়ার কথা বলে রাতে তার বাড়িতে মা-বোনের কাছে থাকার কথা বলে।

বিজ্ঞাপন

এতে গার্মেন্টস কর্মী রাজী হয়ে ইজিবাইক চালকের সঙ্গে যায়। এই সুযোগে ধর্ষক খায়রুল তাকে ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে সে রাতে স্থানীয় কিছু লোকের সহায়তায় পুলিশের কাছে গেলে খায়রুলকে গভীর রাতে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ওই পোশাক কর্মীর ডাক্তারি পরীক্ষা আজ মঙ্গলবার সদর হাসপাতালে করা হবে। গ্রেপ্তারকৃত ধর্ষক খায়রুলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |