ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

গাজীপুরে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৬ জুন ২০২০ , ১২:৫০ পিএম


Every day new numbers are being added to the death procession in Gazipur
ছবি সংগৃহীত

প্রতিদিনই গাজীপুরে মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে নতুন সংখ্যা। এক একটি জীবন্ত প্রাণ করোনাভাইরাসের কারণে পরিণত হচ্ছে সংখ্যায়। বিশ্বের বিভিন্ন উন্নত দেশ যখন করোনাভাইরাসের তাণ্ডবে বিধ্বস্ত প্রায়। বাংলাদেশে তখন এটি ততোটা প্রভাব বিস্তার করতে পারেনি। তবে অন্যান্য দেশ যখন এটিকে নিয়ন্ত্রণের শুভবার্তা দিতে শুরু করেছে, তখন বাংলাদেশে এটি তাণ্ডব শুরু করেছে। অন্যান্য জেলার চেয়ে গাজীপুরে জনসমাগম বেশি হওয়ার ফলে এখানে করোনার আতঙ্কও অনেক বেশি । গেল ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হওয়ায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৫ এ।

বিজ্ঞাপন

এ বিষয়ে যোগাযোগ করলে গাজীপুর জেলা সিভিল সার্জন মো. খাইরুজ্জামান জানান, কালিয়াকৈরে ৯ জন, কালীগঞ্জের  চারজন, কাপাসিয়ায় তিনজন, গাজীপুর সদরে ৭৬ জনসহ গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে শ্রীপুর উপজেলায় নতুন কোনও রোগীর সন্ধান মেলেনি।

এদিকে গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এ পর্যন্ত মোট কালিয়াকৈরে ২৭৭ জন, কালীগঞ্জে ১৯৭ জন, কাপাসিয়ায় ১৫৩ জন, শ্রীপুরে ২৪৮ জন এবং গাজীপুর সদরে ১৪৫৬ জনসহ সর্বমোট ২৩২৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যার মধ্যে ৩৬৯ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরছে। গেল ২৪ ঘণ্টায় আরও একজন মৃত্যুবরণ করায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো  ২৫ এ। এছাড়া গেল ২৪ ঘণ্টায় পরীক্ষার জন্য ৩৯৩ টি নমুনা সংগ্রহসহ সর্বমোট ১৭,৪৫১ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |