পটুয়াখালীতে র্যাবের অভিযানে একটি মূল্যবান তক্ষক উদ্ধার করা হয়েছে। এ সময় র্যাবের জালে ধরা পরেছে সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্য সম্রাজ হাওলাদার।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দি এলাকা থেকে তক্ষকসহ তাকে আটক করা হয়।
সম্রাজ হাওলাদার ওই এলাকার মো. আবদুল মালেক হাওলাদারের ছেলে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. রইছ উদ্দিন জানান, আটককৃত সম্রাজ হাওলাদার সংঘবদ্ধ তক্ষক পাচারকারী দলের একজন সক্রিয় সদস্য এবং তিনি অত্যন্ত সুকৌশলে অতি উচ্চ মূল্যের তক্ষক পাচার করে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে তক্ষকসহ সম্রাজ হাওলাদারকে আটক করে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে র্যাব বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি গ্রহণ করেছে।
এসএস