টেকনাফ সৈকতে ভেসে এলো মৃত তিমি

টেকনাফ প্রতিনিধি, আরটিভি অনলাইন

সোমবার, ২২ জুন ২০২০ , ১০:৫৪ পিএম


Dead whales floated to Teknaf beach
ছবিঃ সংগ্রহীত

কক্সবাজারের টেকনাফ সৈকতে একটি মৃত তিমি ভেসে এসেছে। সোমবার (২২ জুন) দুপুরের দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর সমুদ্রসৈকত পয়েন্টে মৃত তিমিটি স্থানীয়রা দেখতে পায়। এটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

দ্বীপের বাসিন্দা জসিম মাহমুদ জানান, ঘোলারচর পয়েন্টের সৈকতে প্রথমে শিশুরা এটি দেখতে পায়। তিনি সেখানে গিয়ে ৬ ফুট লম্বা মৃত প্রাণীটি দেখতে পান। বর্তমানে সেটি বালিয়াড়িতে পড়ে আছে। 

তিনি বলেন, গত শনিবার শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সৈকতে তিমিটি দলছুট হয়ে ব্লকের কাছাকাছি দেখা গিয়েছিল। সেটি সিমেন্টের ব্লকে আঘাত পেয়ে রক্তাক্ত হয়। পরে জোয়ারের পানিতে এসে সৈকতে আটকা পড়লে স্থানীয় যুবক ও জেলেরা সেটিকে সাগরে ফিরে যেতে সহায়তা করে। ওই বাচ্চা তিমিটি ব্রিডস হোয়েল প্রজাতির বলে জানান গবেষকরা।

বিজ্ঞাপন

ছবি এবং ভিডিও দেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক সাইদুর রহমান মৃত জলজপ্রাণিটি তিমি বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি তিমির বাচ্চা বলা ঠিক হবে না। সাইজ দেখে মনে হচ্ছে মধ্যবয়সী তিমি।

তিনি বলেন, বাংলাদেশে ৮ প্রজাপতির তিমি আছে বলে রেকর্ড রয়েছে। এরমধ্যে মৃত তিমিটি কোন প্রজাতির সেটা ছবি কিংবা ভিডিও দেখে বলা সম্ভব নয়। অসুস্থতার কারণে বিভ্রান্ত হয়ে সৈকতের কিনারায় এসে তিমিটি মারা যেতে পারে বলে ধারণা করছেন তিনি।

সেভ দ্যা নেচার অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোয়াজ্জেম হোসাইন বলেন, সৈকতে তিমি মারা যাওয়াটা দুঃখজনক। যেহেতু কক্সবাজার সৈকতে এখন তিমির অবস্থান দেখা যাচ্ছে; সেহেতু কোস্টগার্ড, উপকূলীয় বনবিভাগ এবং সমুদ্র উপকূলবর্তী বাসিন্দাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে প্রাণীগুলোর কোনও ক্ষতি না হয়।

বিজ্ঞাপন

টেকনাফের শাহপরীর দ্বীপের ইউপি সদস্য নুরুল আমিন বলেন, সমুদ্রসৈকত এলাকায় একটি তিমি প্রজাতির মাছ ভেসে এসেছে। আবার অনেকে সেটিকে ডলফিন মাছও বলছে। এই সময়ে সাগরে জেলেদের মাছ ধরা বন্ধ। কিন্তু কীভাবে এটি মারা গেল বলা মুশকিল। এটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission