ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সৈকতে ভেসে এলো বিশালাকৃতির মৃত তিমি

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২ , ১২:০৬ পিএম


loading/img

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি মৃত বেলিন প্রজাতির তিমি। এটির দৈর্ঘ্য ৩০ ফুট ও প্রস্থ ৬ ফুট। 

বিজ্ঞাপন

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জোয়ারের পানিতে সৈকতের ঝাউ বাগান পয়েন্টে তিমিটি ভেসে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, তিমিটি কয়েক দিন আগে মারা গেছে। এটির শরীর পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। 

বিজ্ঞাপন

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ২০১৮ সালে সৈকতে বড় আরও একটি তিমি ভেসে এসেছিল। সৈকতে প্রায়ই মৃত ডলফিন ও তিমি ভেসে আসে। এসব প্রাণী কী কারণে মৃত্যু হচ্ছে, সে রহস্য উন্মোচন করা দরকার।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ঘটনাস্থলে বন কর্মীদের পাঠানো হয়েছে। এটির নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |