• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ওপরে, ৫০ গ্রামে প্লাবিত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ০২ জুলাই ২০২০, ১৫:৫২
ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ওপরে, ৫০ গ্রামে প্লাবিত
ফরিদপুর

প্রতিদিনই ফরিদপুরের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানের পদ্মার পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে জেলার তিনটি উপজেলার নিম্নাঞ্চলের ৫০টি গ্রামে পদ্মার পানি প্রবেশ করেছে।

ফরিদপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়ন, চরঝাউকান্দা, চরহরিরামপুর ইউনিয়নের ২০টি গ্রাম, সদরপুর উপজেলার চরনাছিরপুর, চরমানাই, দিয়ারা নারকেলবাড়িয়া, ঢেউখালী, আকুটেরচর ইউনিয়নের ১৫টি গ্রামে এবং ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল, ডিক্রীরচর, চরমাধবদিয়া ও আলীয়াবাদ ইউনিয়নের ১৫ গ্রামের নিম্নাঞ্চলের পানি প্রবেশ করেছে।

ফরিদপুর পাউবো’র নির্বাহী প্রকৌশলী আরও জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে ৮ সেন্টিমিটার। বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীতে ৯.০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পানি বৃদ্ধি পাওয়ায় জেলার আলফাডাঙ্গা উপজেলায় মধুমতী নদীতে দেখা দিয়েছে ভাঙন।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
বাতিল হলো বন্যার ‘সুরের ধারা’র জমির লিজ
বন্যাত্তোর কৃষক-শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে ইটভাটা রক্ষার দাবি 
বিক্ষোভের মুখে শিল্পকলায় নাটকের প্রদর্শনী বন্ধ, মুখ খুললেন বন্যা মির্জা