ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ওপরে, ৫০ গ্রামে প্লাবিত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০ , ০৩:৫২ পিএম


ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ওপরে, ৫০ গ্রামে প্লাবিত
ফরিদপুর

প্রতিদিনই ফরিদপুরের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানের পদ্মার পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে জেলার তিনটি উপজেলার নিম্নাঞ্চলের ৫০টি গ্রামে পদ্মার পানি প্রবেশ করেছে।

ফরিদপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়ন, চরঝাউকান্দা, চরহরিরামপুর ইউনিয়নের ২০টি গ্রাম, সদরপুর উপজেলার চরনাছিরপুর, চরমানাই, দিয়ারা নারকেলবাড়িয়া, ঢেউখালী, আকুটেরচর ইউনিয়নের ১৫টি গ্রামে এবং ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল, ডিক্রীরচর, চরমাধবদিয়া ও আলীয়াবাদ ইউনিয়নের ১৫ গ্রামের নিম্নাঞ্চলের পানি প্রবেশ করেছে। 

বিজ্ঞাপন

ফরিদপুর পাউবো’র নির্বাহী প্রকৌশলী আরও জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে ৮ সেন্টিমিটার। বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীতে ৯.০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পানি বৃদ্ধি পাওয়ায় জেলার আলফাডাঙ্গা উপজেলায় মধুমতী নদীতে দেখা দিয়েছে ভাঙন।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission