সৌদিতে ব্যাপক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ , ০১:৫১ এএম


সৌদিতে ব্যাপক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি
ছবি : সংগৃহীত

সৌদি আরবে টানা ভারী বর্ষণে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে দেশটির পশ্চিমাঞ্চলে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় ইতোমধ্যে লাল সতর্কতা সংকেত (রেড অ্যালার্ট) জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)।

বিজ্ঞাপন

তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, এনসিএমের কর্মকর্তারা জানিয়েছেন দেশটির পূর্বাঞ্চলও বন্যার পানিতে ডুবে গেছে। বন্যার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির এবং জাজানে। 

পাশাপাশি জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানিয়ে বলা হয়েছে, তারা যেন সরকারে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করেন। অনেক এলাকায় বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এনসিএমের সর্বশেষ পূর্বাভাসে।

বিজ্ঞাপন

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে যাবতীয় প্রস্তুতির কাজ শেষ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদির দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট। 

দেশটির জনগণকে সতর্ক করে এক বিবৃতিতে সৌদি দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ বলেছে, তারা যেন নিচু এলাকা এবং বন্যার পানি জমতে পারে- এমন সব এলাকা এড়িয়ে চলেন।

তুর্কিভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদির বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। সেসব ছবি-ভিডিওতে দেখা গেছে, বন্যার পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। এছাড়া বিভিন্ন ভবনের একতলার প্রায় অর্ধেক ডুবে গেছে- এমনও দেখা গেছে।
 
আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission