বিরামপুরে ইসলামী ব্যাংকের শাখা লকডাউন

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০ , ০৯:১৬ পিএম


Islami Bank branch lockdown Birampur
বিরামপুরের ইসলামী ব্যাংক শাখা লকডাউন

দিনাজপুরের বিরামপুর ইসলামী ব্যাংক শাখার ১১ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে ব্যাংকটি পুরোপুরি ১৪ দিন লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জুলাই) স্থানীয় করোনা প্রতিরোধ কমিটির সঙ্গে আলোচনা শেষে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ব্যাংকের শাখাটি লকডাউন ঘোষণা করেন।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, বিরামপুর উপজেলার ইসলামী ব্যাংক শাখার ১১ কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হওয়ায় ব্যাংকের গ্রাহক এবং স্থানীয়দের কথা চিন্তা করে আগামী ১৪ দিন ব্যাংকটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বন্ধ থাকা অবস্থায় ব্যাংকের পার্শ্ববর্তী অন্য শাখায় গ্রাহকদের লেনদেন করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ব্যাংকটি লকডাউনের আওতায় থাকবে।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission