• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

মেহেরপুরে এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে ৬ লাখ টাকা চুরি

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৫, ১৪:৪২
মেহেরপুর
ছবি: আরটিভি

মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা ভল্টে থাকা ছয় লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা নিয়ে যায়।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

ইসলামী ব্যাংক দরিয়াপুর এজেন্ট শাখার ইনচার্জ আব্দুল গাফফার জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে ক্যাশে থাকা টাকা ভল্টে রেখে তালা দিয়ে অফিস ত্যাগ করেন তারা। বৃহস্পতিবার সকালে অফিস সহকারী অফিস খুলে দেখে ভল্টের তালা ভাঙা।

তিনি বলেন, চোরেরা জানালার গ্রিল কেটে ভেতর প্রবেশ করে এবং তারা ভল্টের তালা ভেঙে মোট ৬ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা নিয়ে যায়। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই কলেজছাত্র নিহত
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই কারাগারে
মেহেরপুরে যুবদল নেতা হত্যা, গ্রেপ্তার ৩
দখল নয়, ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরে এসেছে: জামায়াত আমির