• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
যমুনায় ধরা পড়লো ৩৯ কেজির বাঘাইড়
সিরাজগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লায় পুকুরে ডুবে জুনায়েত শেখ (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  রোববার (১৪ জুলাই) দুপুরে পৌর এলাকার চক কোবদাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত জুনায়েত শেখ ওই গ্রামের আজিজুল হাকীমের ছেলে এবং চক কোবদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।  নিহতের বাবা আজিজুল হাকীম বলেন, ‘দুপুরে গোসল করতে জুনায়েত তার দাদীর সঙ্গে পুকুরে যায়। একপর্যায়ে খেলতে গিয়ে জুনায়েত দাদীর অজান্তে পুকুরে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় জুনায়েতকে পুকুর থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ খবর পেয়ে পরিবারকে সমবেদনা জানাতে আসেন সিরাজগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দীপু।  এ সময় তিনি বলেন, ‘এটি খুবই মর্মান্তিক ঘটনা। যেহেতু বর্তমানে বর্ষাকাল, চারদিকেই পানি তাই সবাইকে সচেতন হতে হবে।’
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
নিখোঁজের পরদিন গর্তে মিলল ২ ভাইয়ের মরদেহ  
ভোট কিনতে গিয়ে ৯৪ হাজার টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক
‘বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজন মেটাতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে’
সিরাজগঞ্জের মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ, নেই ভোগান্তি
আজও ঢাকামুখী যানবাহনের চাপ রয়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। তবে যানজটের ভোগান্তি নেই এই মহাসড়কে। মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোর থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়। যানবাহনের চাপের বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী। তিনি জানান, ঈদুল ফিতরের ছুটি শেষে সড়কপথে কর্মস্থলে ফিরছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। মহাসড়কের হাটিকুমরুল ও কড্ডা এলাকায় যানবাহনের জন্য ভিড় বেড়েছে ঢাকামুখী কর্মজীবী মানুষের।  তিনি আরও জানান, গণপরিবহনের পাশাপাশি ট্রাক-পিকআপ ভ্যান ও ব্যক্তিগত যানবাহনে যাত্রী পরিবহনের প্রবণতা রোধে মহাসড়কে কাজ করছে পুলিশ।
সিরাজগঞ্জে ব্রিজের গার্ডার ধস, নিহত ১
সিরাজগঞ্জ ইকোনমিক জোনে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২ জন। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার সয়দাবাদে নির্মাণাধীন ইকোনমিক জোনে এ ঘটনাটি ঘটে। গার্ডারের নিচে চাপা পড়ে নিহত শ্রমিক জুবায়ের হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদ আলীর ছেলে।  আহতরা হলেন সদর উপজেলার রাজাপুর গ্রামের জহুরুল ইসলাম ও নওগার মান্দা উপজেলার সবুজ। ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স সিরাজগঞ্জ স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বেসরকারি উদ্যোগে নির্মাণাধীন সিরাজগঞ্জ ইকোনমিক জোনের একটি ব্রিজের তিনটি গার্ডার ধসে পড়ে। এ সময় গার্ডারের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও অন্তত দুজন।  আব্দুল মান্নান আরও জানান, খবর পেয়ে ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌছে তিন ঘণ্টার চেষ্টায় আটকে পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণ ত্রুটির কারণে এ ধসের ঘটনা ঘটেছে।
শিক্ষা অফিস থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে নূরুল ইসলাম (৬০) নামের এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি কক্ষে তার এ ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এ বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।  তিনি বলেন, এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা সেটা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, নূরুল ইসলাম সিরাজগঞ্জ পৌরসভার কোল গয়লা মহল্লার বাসিন্দা। তিনি প্রায় ৩০ বছর ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। অফিস সহকারী আতিকুল ইসলাম আতিক বলেন, আমরা বৃহস্পতিবারে একসঙ্গে অফিস করেছি। সে নৈশপ্রহরী হওয়ায় প্রতিদিন অফিসেই থাকতো। আজ সন্ধ্যার দিকে অফিসে গিয়ে তার জানালার দিকে তাকিয়ে দেখি সে তার রুমের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। পরে স্যারকে বিষয়টি জানিয়েছি। এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশিদ বলেন, এ বিষয়টি আমি জানার পরই থানায় অবহিত করেছি। তারা বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেবেন।
পিস্তল ও চাকু নিয়েই ক্লাসে যেতেন শিক্ষক রায়হান
ইন্টারনেটে বিদেশি পিস্তলের ছবি দেখে পছন্দ হলেই ডাউনলোড করে রাখতেন শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক ডা. রায়হান শরীফ। সোমবার বিকেলে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফের কাছ থেকে দুটি পিস্তলসহ বিপুল পরিমাণ গুলি, বিদেশি ও অত্যাধুনিক বার্মিজ চাকু জব্দ করেছে গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ।  মঙ্গলবার (৫ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ (ওসি) জুলহাজ উদ্দীন।  এ ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জব্দ হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স বোরের বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড তাজা গুলি, ৪টি ম্যাগাজিন, দুটি বিদেশি ছুরি, ১০টি অত্যাধুনিক বার্মিজ চাকু ও দুটি ব্রাশ নাকেল। এ ছাড়া তার কাছ থেকে আইডি কার্ড ও ব্যবহৃত নিজ নামীয় ডিজিটাল সিল, গুলির খোসা, মোবাইল ফোন ও লেদারের ব্যাগও জব্দ করা হয়েছে।  মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী ও সংসদ সদস্য জান্নাত আরা হেনরী দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে একাগ্রতা প্রকাশ করেন সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী। তিনিও ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফকে হেফাজতে নেওয়ার সময় ওই শ্রেণিকক্ষ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলির খোসা জব্দ করা হয়। এরপর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জানান, তার একটি লেদারের ব্যাগের মধ্যে আরও পিস্তল ও গুলি রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে বাকি অস্ত্র জব্দ করা হয়।  সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি জুলহাজ উদ্দীন বলেন, তার বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে হত্যাচেষ্টা ও ডিবির এক উপ-পরিদর্শক বাদী হয়ে অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। মামলা দুটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।  তিনি আরও বলেন, ওই শিক্ষক ইন্টারনেটে বিদেশি পিস্তলের ছবি দেখে পছন্দ হলেই ডাউনলোড করে রাখতেন। তাকে গ্রেপ্তারের পর তার মোবাইল ফোন ঘেটে ইন্টারনেট থেকে ডাউনলোড করা অত্যাধুনিক বিদেশি পিস্তলের অনেক ছবি পাওয়া গেছে। তিনি বলেছেন, অস্ত্রের প্রতি তার বিশেষ আকর্ষণ রয়েছে।  এ ব্যাপারে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি বলেন, ঘটনাটি খুবই নিন্দনীয় ও দুঃখজনক। এমন ঘটনা মোটেও কাম্য নয়। আমি ঘটনা জানার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। আজ সরেজমিনে মেডিকেল ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তবে আমি যতটা ভেবেছিলাম ছেলেটা ততটা আহত হয়নি। সেই তুলনায় এখন সে অনেকটা ভালো আছে। তবে সে ভীষণ ভয় পেয়েছে। তার চিকিৎসা চলছে।  ড. জান্নাত আরা হেনরি আরও বলেন, শিক্ষার্থীরা অনেক দূরদূরান্ত থেকে পড়তে আসে। ওরা তো আমাদেরই সন্তান। তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের সবার। এই অন্যায়কে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। আমি বলেছি অপরাধী যেন আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে না পারে।  প্রসঙ্গত, সোমবার (৪ মার্চ) বিকেলে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন কলেজের শিক্ষক ডা. রায়হান শরীফ। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর সন্ধ্যায় তাকে আটক করে থানায় নেয় পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে রাতে তার বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা। পাশাপাশি অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে আরেকটি মামলা হয় তার বিরুদ্ধে।  এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে আহ্বায়ক করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত করতে কলেজে এসেছেন তারা। ভুক্তভোগী শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। 
সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে মাদক মামলায় সুমন আলী (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।  সোমবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সুমন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নামোচাক পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। এই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান ও স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধ সেতুু পশ্চিম গোলচত্বরের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় র‌্যাব-১২-এর সদস্যরা। এ সময় রাজশাহী থেকে ভৈরবগামী সামি-জনি এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সুমন আলী নামে এক যাত্রীর জুতার ভেতর থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব-১২-এর পুলিশ পরিদর্শক সেলিম পারভেজ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা চলাকালে ৮ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত আজ সুমন আলীতে যাবজ্জীবন কারাদণ্ড দেন।