ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সিরাজগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৪ জুলাই ২০২৪ , ০৫:৫৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লায় পুকুরে ডুবে জুনায়েত শেখ (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (১৪ জুলাই) দুপুরে পৌর এলাকার চক কোবদাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জুনায়েত শেখ ওই গ্রামের আজিজুল হাকীমের ছেলে এবং চক কোবদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। 

বিজ্ঞাপন

নিহতের বাবা আজিজুল হাকীম বলেন, ‘দুপুরে গোসল করতে জুনায়েত তার দাদীর সঙ্গে পুকুরে যায়। একপর্যায়ে খেলতে গিয়ে জুনায়েত দাদীর অজান্তে পুকুরে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় জুনায়েতকে পুকুর থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

খবর পেয়ে পরিবারকে সমবেদনা জানাতে আসেন সিরাজগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দীপু। 

এ সময় তিনি বলেন, ‘এটি খুবই মর্মান্তিক ঘটনা। যেহেতু বর্তমানে বর্ষাকাল, চারদিকেই পানি তাই সবাইকে সচেতন হতে হবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |