• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের ভাই গ্রেপ্তার
লালমনিরহাটের কালীগঞ্জ বাজার এলাকা থেকে ‘কালীগঞ্জ-আদিতমারী’ আসনের সাবেক এমপি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের ছোট ভাই সাইফুজ্জামান ভুট্টুকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এর আগে, রোববার (২৭ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ভুট্টু সাবেক এমপি মরহুম করিম উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মাহমুদুল হাসান মুন্না নিহত হন। ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে তার বাবা আব্দুল মজিদ মামলা দায়ের করেন। ওই মামলা সাইফুজ্জামান ভুট্টু এজহারনামীয় আসামি। লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম জানান, রংপুর মেট্রোপলিটনের একটি থানার একটি হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ভুট্টু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  আরটিভি/এফআই/এসএ
ছাত্রদের ‘প্রতিবন্ধী প্রজন্ম’ বলা সেই অধ্যক্ষের অপসারণ দাবিতে কলেজে তালা
গরু আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত 
গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
লালমনিরহাটে হিটস্ট্রোকে পত্রিকা বিক্রেতার মৃত্যু 
লালমনিরহাটের কালীগঞ্জে হিটস্ট্রোকে এক পত্রিকা বিক্রেতার মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চামটাহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  রাসেদুল ইসলাম পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ক্ষুব্ধ বিছনদই এলাকার বদর উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, রাসেদুল দুপুরে চামটারহাট একটি ভাতের হোটেল থেকে দুপুরের খাবার শেষে আচমকা মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পরে তিনি মারা যান। স্থানীয়রা ধারণা করছেন, রাশেদুল অতিরিক্ত গরমে ‘হিটস্ট্রোক’ করে মারা গেছেন। মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে জানাতে পারবো।
বাংলাদেশে ঢুকে দুই রাখালকে বিএসএফের গুলি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে দুই রাখালকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় কেউই আহত হয়নি। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার সীমান্তে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাখালরা হলেন উপজেলার খামারভাতি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে এনামুল হক (২৮) ও বাবর আলীর ছেলে ইন্টু মিয়া।  স্থানীয়রা জানান, এদিন বাংলাদেশ সীমান্তের জমি দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাখাল নামুল হক ও ইন্দু মিয়া। এ সময় তাদের ধাওয়া করে বিএসএফ। তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিএসএফ সদস্যরাও বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে রাখাল দুজন সরে গেলে তাদের শরীরে কোনো গুলি লাগেনি। এ ঘটনার পর থেকেই খামারভাতি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রতিনিয়তই বিএসএফ সদস্যরা বাংলাদেশি রাখালদের ধাওয়া করেন। এমনকি অনেক সময় আটকে মারধর করেন বলে অভিযোগ তুলেছেন ওই দুই রাখাল। চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ছাগলকে ঘাস খাওয়াতে গেলে বিএসএফ বাধা দেয়। পরে বিএসএফ ধাওয়া করলেও পালিয়ে আসার সময় তাদের লক্ষ্য করে বিএসএফ এক রাউন্ড গুলি চালায়। যদিও ওই গুলিতে কেউ আহত হয়নি। তারা দুজনেই ভালো আছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন এ প্রসঙ্গে বলেন, এ বিষয়ে এখনো আমার কাছে কোনো তথ্য নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে। 
ট্রাক মালিকের গলা চেপে ধরলো নাইটগার্ড, সড়কে ব্যারিকেড
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তেলের পাম্পের নাইটগার্ড আলী হোসেন নামের এক ট্রাক মালিকের গলা চেপে ধরায় সড়কে ব্যারিকেড দিয়ে প্রতিবাদ জানিয়েছেন শ্রমিকরা।  সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলার রওশন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ওই ট্রাক মালিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। ট্রাক মালিক আলী হোসেনের বাড়ি তুষভান্ডার ইউনিয়নের কাকিনা হল এলাকায়। শ্রমিকরা দাবি করেন, পাওনা টাকা নিয়ে রওশন ফিলিং স্টেশনের ম্যানেজার নূরনবীর সঙ্গে ট্রাক মালিক আলী হোসেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাইটগার্ড ট্রাক মালিক আলী হোসেনের গলা চেপে ধরেন। পরে ওই ট্রাক মালিক বিষয়টি শ্রমিকদের জানালে তারা লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক ব্যারিকেড দিয়ে অবরোধ করেন। এ সময় শতাধিক ট্রাক ওই সড়কে আটকা পড়ে। যদিও সড়কে আটকা পড়া ট্রাকচালকরা বলেন, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সড়কে ব্যারিকেড দেওয়া কোনোভাবেই কাম্য নয়। আমরা দ্রুত এর সমাধান চাই। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, ঘটনা শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।
চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা
লালমনিরহাটের মোটরসাইকেল চুরির অপবাদ সইতে না পেরে নুর আলম (২৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর দুল্লার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর আলম ওই এলাকার মৃত নওশের আলীর ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে সেলুনের কাজ শেষে বাড়ি ফেরার পথে দুল্লারবাজারে একটি মোটরসাইকেল দেখতে পায়। সেখানে কাউকে না পেয়ে মোটরসাইকেলটি তার বাড়ির সামনে এনে রাখেন। পরদিন রোববার সকালে গাড়ির মালিক একই এলাকার আসাদুল খোঁজ পেয়ে তার কাছে এসে মিষ্টি খাওয়ানোর কথা বলে পাঁচ হাজার টাকা দিয়ে মোটরসাইকেলটি চায়। এরপর তাকে কৌশলে দুল্লারবাজার কমিউনিটি ক্লিনিকের সামনে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে চুরির অপবাদ সইতে না পেরে অভিমানে ওই যুবক বাজার থেকে বিষ নিয়ে বাড়িতে এসে সবার অজান্তে বিষপান করে আত্মহত্যা করে। নিহত নুর আলমের স্ত্রী বলেন, আমার স্বামী মোটরসাইকেল রাতে বাজারে পেয়ে বাড়ির সামনে এনে রেখেছিল। সে মোটরসাইকেল চালাতেও পারেনা। আজ সকালে ডেকে নিয়ে চুরির অপবাদে মারধর করা হয়। সেই অপমানে আমার স্বামী আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ শুনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।