ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বিয়ে করে বাড়ি ফেরার পথে বরের মৃত্যু

আরটিভি নিউজ

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:২১ পিএম


loading/img

লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম জাহিদুল ইসলাম (২২)। রোববার রাত ১২টার দিকে বিয়ে করে ফেরার পথে উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।

নিহত জাহিদুল ইসলাম (২২) উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বরযাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে যান। বিয়ে শেষে নববধূ নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার পার হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন। পরে বরযাত্রীরা তাকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কাকিনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, ঘটনাটি শুনে সেখানে গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম। গতরাতে বিয়ে করে ফেরার পথে নববিবাহিত বর জাহিদুল ইসলাম অসুস্থ হয়ে মারা যান।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, ‘বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তের পর পুরো ঘটনা জানা যাবে।’

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |