• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo
সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
হবিগঞ্জে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই আরফান গাজী (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও দুজন।  বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আরফান গাজী হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের আ. রহিমের ছেলে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, আজ সন্ধ্যার আগে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া সুরমা ২০ নম্বর এলাকায় একটি হাইয়েস (মাইক্রোবাস) ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আরফান গাজীর নিহত হন। গুরুতর আহত আরও দুজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরটিভি/এএএ-টি
হবিগঞ্জে স্বামীর বিরুদ্ধে সেই পাকিস্তানি তরুণীর মামলা
কুশিয়ারার তীরে মাছের মেলা
আজহারীর মাহফিলে ফোন-স্বর্ণালঙ্কার চুরি, অভিযোগে ৭৪ জিডি
অন্যের সঙ্গে পরকীয়া করতেন স্ত্রী, সন্দেহে খুন করলেন স্বামী
সুনামগঞ্জে নাক-কান কাটা যুবকের মরদেহ উদ্ধার, আটক ৩
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মনির হোসেন (৩০) নামে এক যুবকের নাক-কান কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার উকারগাঁও গ্রামের বোরো জমি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত মনির হোসেন উপজেলার উকারগাঁও গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে অজ্ঞাত দুই ব্যক্তি মনির হোসেনকে ঘর থেকে ডেকে নেয়। রাতে মনির বাড়ি না ফেরায় সকালে খোজাঁখুজির একপর্যায়ে জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, না-কান কাটা এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।  আরটিভি/এএএ-টি  
মাহফিল থেকে সমালোচনাকারীদের যে বার্তা দিলেন আজহারী
নাগরিক হিসেবে দেশের যেকোনো সমস্যা-অসঙ্গতি নিয়ে মত প্রকাশের অধিকার রয়েছে, এজন্য আমাকে রাজনীতিতে আসতে হবে—এরকম মন্তব্য করা ঠিক না বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। শনিবার (১১ জানুয়ারি) রাতে সিলেটের এমসি কলেজ মাঠে তাফসিরুল কুরআন মাহফিলে সম্প্রতি বিএনপি নেতাদের মন্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন। আজহারী বলেন, ‘আমি একজন আলেম। এর বাইরে আমার একটি পরিচয় রয়েছে। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যেকোনো সমস্যা অসঙ্গতি বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার রয়েছে। আপনারাই তো বাকস্বাধীনতার কথা বলেন, আপনারাই যদি আবার কোনো মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন এটা ঠিক হবে না।’ তিনি বলেন, ‘কোনো দল এটা নিয়ে কথা বলেনি। আপনারা এটা নিজেদের গায়ে নিয়ে যেভাবে মাখলেন, সেটা ঠিক হয়নি। এটা খুবই অনভিপ্রেত।’ এই ইসলামী বক্তা বলেন, ‘কোনো দলকে টার্গেট করে কিংবা কোনো দলের পক্ষে আমরা কথা বলি না। আমরা কুরআন সুন্নাহর কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। একটা সাধারণ কথা নিজেদের গায়ে নিয়ে যদি ক্ষোভ প্রকাশ করেন আর ক্ষুব্ধ প্রতিবাদ জানান তাহলে সাধারণ মানুষের কাছে আপনাদের ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ যাবে। এটা আমরা চাই না।’ তিনি বলেন, ‘গতানুগতিক রাজনৈতিক চর্চা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। যখন ক্ষমতার পালাবদল হয়, তখন ওই দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি। এর আগে কোনোভাবে জানা যায় না। প্রতিটি দলের ভেতরে এই বাজে চর্চা রয়েছে। এখন আমাদের শুধরে নেওয়ার সময় এসেছে। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি থাকুক। আমাদের নিবন্ধিত ৩৮টি দলেরই এখন শপথ নেওয়ার সময় এসেছে।’ জানা গেছে, শনিবার খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিন ছিল। এদিন রাত আটটায় তাফসির পেশ করতে মঞ্চে ওঠেন আজহারী। প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত এক মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেছিলেন, ‘ইসলামের আলোকে দেশ সাজাবো। কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি হতে দেওয়া যাবে না। ১৫ বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে। যখন অন্য দেশ উন্নয়নে ব্যস্ত, তখন আমাদের দেশের সরকার লুটপাটে মগ্ন। এক দল যায়, আরেক দল এসে লুটপাট চালায়। আমাদের কোরআনের আলোকে দেশ গড়তে হবে।’ তার এই বক্তব্যের প্রতিবাদে এক আলোচনায় আজহারীকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামায়াতে যোগ দেওয়ার পরামর্শ দেন একটি দলের নেতা। আরটিভি/এসএপি
দেশে আমরা চাঁদাবাজি-দখলবাজি চাই না: ড. মিজান
দেশে আমরা চাঁদাবাজি-দখলবাজি চাই না বলে ফের মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।  শনিবার (১১ জানুয়ারি) রাতে সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে বয়ান পেশ কালে এমন মন্তব্য করেন তিনি। মিজানুর রহমান আজহারী বলেন, দেশে আমরা চাঁদাবাজি-দখলবাজি চাই না। এ দেশে কোনো দুর্নীতি ও টেন্ডারবাজিও আমরা চাই না। আমরা দেখেছি ক্ষমতার যখন পালা বদল হয় তখন এক সরকার যায়, আরেক সরকার আসে। তখন আমরা দুর্নীতির ফিরিস্তি জানতে পারি, তার আগে কিন্তু জানতে পারি না। প্রতিটি দলের ভেতরে আমরা এই বাজে স্বভাবটা দেখেছি। তাই এখন আমাদের শুধরে নেওয়ার সময় এসেছে। এটাই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশে। এ সময় আমরা যেন কাদা ছোড়াছুড়ি না করি। রাজনৈতিক দল প্রসঙ্গে জনপ্রিয় ইসলামী বক্তা বলেন, আমাদের শপথ নেওয়ার সময় এসেছে। নিবন্ধিত প্রতিটি দলের শপথ নেওয়া উচিত। আমরা আর কোনো দিন চাঁদাবাজি ও টেন্ডারবাজি করবো না। সব সময় দেশের পক্ষে থাকবো।  যশোরের মাহফিলের একটি বক্তব্যের বিষয়ে ড. মিজানুর রহমান আজহারী বলেন, এই কথাগুলো ছিল খুবই সাধারণ। যে কথাগুলো আমরা জেনারেললি বলি সেগুলোকে জেনারেললি নেবেন। এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি বলেন রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান। আমি একজন মুফাসসিরে কোরআন এর বাইরে আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন বাংলাদেশি নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা ও অসঙ্গতি নিয়ে কথা বলার অধিকার আমার রয়েছে। মাহফিলের শেষ দিনের পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর মাওলানা সৈয়দ একরামুল হক ও আল্লামা ইসহাক আল মাদানী।   শেষ দিনে ড. মিজানুর রহমান আজহারী ছাড়াও তাফসির পেশ করেন আল্লামা ইসহাক আল মাদানী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মুফতি মাওলানা আমীর হামজা, শায়খ হাফিজ মাওলানা আবু সাঈদ, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, শায়েখ আজমল মসরুর, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী ও মাওলানা হাসানুল বান্না বিন শরিফ আব্দুল কাদির।  মাহফিলে প্রস্তাবনা পেশ করেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন। আরটিভি/এমকে
যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১১ জানুয়ারি) সকালে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক অংশে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- রুমি আক্তার, ঊর্মি আক্তার ও দিলারা বেগম। তারা পাইওনিয়ার ডেনিম লিমিটেডের জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন।  বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক গণমাধ্যমকে বলেন, সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলায় স্টারসিরামিকের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে ৩ জন নিহত ও ৪ জন আহত হন।  তিনি আরও বলেন, আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশগুলো হাইওয়ে থানার সামনে রাখা হয়েছে। আরটিভি/আইএম  
পরিমার্জনের জন্য শতভাগ বই বিতরণ সম্ভব হয়নি: গণশিক্ষা উপদেষ্টা
পরিমার্জনের জন্য সারাদেশে শিক্ষার্থীদের হাতে এখনো শতভাগ বই তুলে দেওয়া সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। শুক্রবার (১০ জানুয়ারি) সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। গণশিক্ষা উপদেষ্টা বলেন, সারাদেশে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শতভাগ বই বিতরণ করা হয়েছে। তবে ৪র্থ ও পঞ্চম শ্রেণির বই এখনো শতভাগ বিতরণ করা সম্ভব হয়নি। তবে জানুয়ারি মাসের মধ্যে সব জায়গায় প্রাথমিক পর্যায়ের শতভাগ বই পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, বইগুলো পরিমার্জন করতে গিয়ে সারাদেশে শতভাগ বই বিতরণ করা সম্ভব হয়নি। তবে এরই মধ্যে নতুন করে কীভাবে বই লেখা হবে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে আগামী বছর প্রথম দিনেই সব শিক্ষার্থীরা নতুন বই পাবে। হাওরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নের বিষয়ে এ উপদেষ্টা বলেন, হাওরের দুর্গম এলাকায় যাতে শিক্ষকরা থাকেন সেই ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিক্ষকদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করে সমাধান করা হবে। এ ছাড়া হাওরাঞ্চলে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে মিড ডে মিল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আরটিভি/এমকে/এআর