• ঢাকা রোববার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১
logo
জাফলংয়ে পাহাড়ের খাদে পর্যটকবাহী বাস, অতঃপর...
হবিগঞ্জে জামায়াত নেতা বহিষ্কার
হবিগঞ্জের নবীগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা শাহ আলাউদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতে ইসলামী নবীগঞ্জ উপজেলা শাখার প্রচার বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৭ নভেম্বর) নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বিস্তারিত পর্যালোচনার পর নবীগঞ্জ ৮নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড সভাপতি মো. আলাউদ্দিন-এর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের কারণে সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে আরও বলা হয়, বহিষ্কারাদেশের পর মো. শাহ আলাউদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের কেউ নয়। আরটিভি/এএএ   
অবৈধভাবে ভারত যাওয়ার পথে আটক ৮
সিলেটে নতুন আমেরিকান কর্নারের উদ্বোধন করল যুক্তরাষ্ট্র দূতাবাস
ভারতে অনুপ্রবেশকালে মা-ছেলে আটক
চিন্ময় দাসের মুক্তি চেয়ে পোস্ট, ছেলেকে পুলিশে দিলেন বাবা
সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ১০ হাজার ২৫০ কেজি চিনি ও ৫৭৫ কেজি ভারতীয় আনার জব্দ করেছে বিজিবি। বুধবার (২৭ নভেম্বর) সকালে বিজিবির উপজেলার লাউড়েরগড় বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর যাদুকাটা নদের পার থেকে এসব চিনি ও আনার জব্দ করে। এসব চিনি ও আনারের কোনো মালিক পাওয়া যায়নি। ২০৫ বস্তায় ৫০ কেজি করে চিনি ছিল। বিজিবি জানায়, ভারত থেকে অবৈধভাবে এসব চিনি ও আনার আনা হয়েছে। এসব চিনির বস্তা মালিকবিহীন জব্দ করা ১০ হাজার ২৫০ কেজি চিনির দাম ১২ লাখ ৩০ হাজার টাকা ও ৫৭৫ কেজি আনারের দাম ২ লাখ ১ হাজার ২৫০ টাকা। বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির গণমাধ্যমকে বলেন, সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে বিজিবির অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আরটিভি/এএএ/এস
সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ রিমান্ডে
বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক কৃষিমন্ত্রী মো. আবদুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহউর রহমানের আদালতে আবদুস শহীদকে হাজির করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি অ্যাডভোকেট আবুল হোসেন মো. মাশুক। এ সময় বিস্ফোরক আইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।  জানা যায়, সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসন থেকে নির্বাচিত সাতবারের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে প্রধান আসামি করে গত ১৯ সেপ্টেম্বর মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করা হয়েছে। এসব মামলায় সাধারণ শিক্ষার্থী ও জনতার ওপর হামলা, ভাঙচুর লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করা হয়। এ বিষয়ে এপিপি অ্যাডভোকেট আবুল হোসেন মো. মাশুক বলেন, তার বিরুদ্ধে ২০১৮ সালের বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আজ আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন আবেদন না মঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।  উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে আব্দুস শহীদ সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৩ অক্টোবর রাতে আব্দুস শহীদের ঢাকার উত্তরার বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। আরটিভি/এমকে-টি
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।  মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শায়েস্তানগর মজিবুর রহমানের ছেলে আব্দুল কাদির (২০) ও একই এলাকার আব্দুল মজিদের ছেলে কাউছার মিয়া (২২)। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আব্দুল কাদির ও কাউছার মিয়াসহ আরও একজন মোটরসাইকেলে করে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের বানিয়াচংয়ের পুকড়া এলাকার শাপলা পাম্পের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আব্দুল কাদির মারা যান। কাউছার মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করেছে স্থানীয়রা। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আরটিভি/এএএ 
পরিবেশ রক্ষা করেই বাঁধ নির্মাণ করা হবে: রিজওয়ানা হাসান
পরিবেশ রক্ষা করেই বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, হাওরের বোরো ধান রক্ষায় ফসলরক্ষা বাঁধ নির্মাণে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষে হবে। সেইসঙ্গে ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুক কোনো প্রকল্প নেওয়া হবে না, যা পরিবেশের ক্ষতি করে। এককথায় পরিবেশ রক্ষা করেই বাঁধ নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে বড় ধরনের বন্যা আসার আগে কৃষকরা সোনালি ধান ঘরে তুলতে পারে। এ সময় উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি টাঙ্গুয়ার হাওরের বাঁধসহ বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন। এ বছর ১৩৪ হাওরের বোরো ধান রক্ষায় ১৭০০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। আরটিভি/এমকে-টি
সিলেটে দু’পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
সিলেটে দু’পক্ষের সংঘর্ষের জেরে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  সোমবার (২৫ নভেম্বর) রাত ১০টায় নগরীর শাহপরাণ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। নিহত যুবদল কর্মী বিলাল মুন্সী শাহপরাণ বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন। স্থানীয়রা জানান, শাহপরাণ এলাকায় বেশ কিছুদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে দু’পক্ষকে নিয়ে সালিশ বসে। সেখানে পুলিশ প্রশাসনও ছিল। কিন্তু সালিশে সমাধান না হওয়ায় সেখান থেকে উঠে গিয়ে দু’পক্ষই সংঘর্ষে জড়ায়। এ সময় যুবদলকর্মী বিলাল মুন্সীকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের স্বজনরা জানান, দু’পক্ষের সংঘর্ষের সঙ্গে বিলালের সম্পৃক্ততা নেই। তিনি বাজারে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তাকে ধরে নিয়ে ঘরের মধ্যে তালাবদ্ধ করে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ওই এলাকায় দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যায় একটি সালিশ বসেছিল। কিন্তু সেখানে সমাধান হয়নি। পরে আবার দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হন বিলাল মুন্সী। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরটিভি/এমকে
সিলেটে ব্যবসায়ী হত্যা, দুই ছেলে ও বাবার মৃত্যুদণ্ড
সিলেটের বালাগঞ্জে হাসান মিয়া নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ২ ছেলে ও বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) সিলেট জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেক আসামিকে আরও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের বালাগঞ্জ উপজেলার হাসামপুর গ্রামের মৃত আব্দুল মবশ্বিরের ছেলে আব্দুস সবুর পুতুল, তার ছেলে ফাহাদ আহমদ রাহী ও আব্দুল মোমিন রনি। আসামিদের মধ্যে আব্দুস সবুর পুতুল কারাগারে থাকলেও তার দুই ছেলে পলাতক। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানা। উল্লেখ্য, ২০১৮ সালের ২২ মে রাতে হাসান মিয়াকে (২৮) ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত হাসান হাসামপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই হোসাইন আহমদ সাহান বালাগঞ্জ থানায় চারজনের নামোল্লেখ ও অজ্ঞাত আরও দুজনকে আসামি করে হত্যা মামলা করেন। আরটিভি/এমকে