ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সুনামগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ০৭:৫৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২ এপ্রিল) সকালে মিরাজ মিয়া ও নাজমুল হকের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমড়িয়া গ্রামের একটি জমির মালিকানা নিয়ে মিরাজ মিয়া ও নাজমুল হকের লোকজনেন মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন থাকার কারণে নাম জানা যায়নি।

বিজ্ঞাপন

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, মিরাজ মিয়া ও নাজমুল হকের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। বুধবার সকালে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |