ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

আরটিভি নিউজ

রোববার, ২৪ এপ্রিল ২০২২ , ০৮:৩৪ এএম


loading/img
ফাইল ছবি

ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইল মুসলিমনগর এলাকায় অজ্ঞাত দুই বাসের চাপায় শফিকুল ইসলাম (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত শফিকুল ইসলামের বাবা কবির হাওলাদার বলেন, আমার ছেলে শফিক পেশায় একজন ওয়ার্কশপের মিস্ত্রি। সন্ধ্যায় সে রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই। কোন দুই বাসের মাঝখানে আমার ছেলে চাপা পড়েছিল, সেটা এখনও জানতে পারিনি।

তিনি আরও বলেন, বর্তমানে আমরা যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় থাকি। আমাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার বালুয়া গ্রামে।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শফিকুল ইসলাম মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি তারা এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |