করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে রাজধানীর এম এইচ শমরিতা হাসপাতালে করোনা ইউনিট চালু করা হয়েছে।
গত ২৮ জুন রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির করোনা ইউনিটে ২০ বেডের বিশেষায়িত আইসিইউ ও ৫০ বেডের আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়।
গেল শনিবার (৪ জুলাই) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ প্রসঙ্গে হাসপাতালের চেয়ারম্যান আহসানুল ইসলাম টিটু বলেন, দেশের প্রতিটি মানুষকে আমি আমার পরিবারের সদস্য মনে করি। তাই কোভিড-19 এর বিরুদ্ধে এই যুদ্ধে আমি এবং এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিবার আপনাদের সুরক্ষিত করতে প্রস্তুত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল নিয়ম মেনে সম্পূর্ণ উন্নত প্রযুক্তি ব্যবহার করে এম এইচ শমরিতা হাসপাতালে আন্তর্জাতিক মানসম্পন্ন করোনা ইউনিট চালু করতে পেরে গর্বিত।
এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. দিলীপ কুমার ধর বলেন, করোনা রোগীর চিকিৎসার সুব্যবস্থা করার লক্ষ্যে করোনা ইউনিট চালু করা হয়েছে। দেশের স্বনামধন্য হৃদরোগ, কিডনিরোগ ও লিভারসহ অন্যান্য ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড আমাদের আইসিইউ ও আইসোলেশন ইউনিট পরিচালনার দায়িত্বে নিয়োজিত আছেন।
বিজ্ঞপ্তি।
জিএ