করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু এবং ১১ জন আক্রান্ত হয়েছেন।
শনিবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখ ৫০ হাজার ২৩৪ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৯৫ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৭০৭ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।
২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন দেশে করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।