শ্রমিকদের মামলার তথ্য আড়াল করে নোভার্টিস শেয়ার হস্তান্তর 

আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০৫:০৮ পিএম


শ্রমিকদের মামলার তথ্য আড়াল করে নোভার্টিস শেয়ার হস্তান্তর 
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেডের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে শ্রমিকদের ন্যায্য পাওনা-সংক্রান্ত প্রায় অর্ধশতাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া কোম্পানির শেয়ার হস্তান্তর, আর্থিক অনিয়ম এবং সরকারি প্রতিষ্ঠান বিসিআইসি’র স্বার্থ ক্ষুণ্ন হওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ রকম গুরুতর তথ্য আড়াল করে প্রতিষ্ঠানটির মালিকানা পরিবর্তন করা হচ্ছে। সম্প্রতি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) ওয়েবসাইট থেকে নোভার্টিসের প্রোফাইল সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। গত ২৫ ও ২৬ জুন পোর্টাল পুনরায় চালুর অনুরোধে দুটি চিঠি দিয়েছে নোভার্টিস কর্তৃপক্ষ।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা বা আইনি কার্যক্রম চলমান নেই, যা সম্পন্ন মিথ্যা তথ্য। আর এসবের নেপথ্যে রয়েছেন ঝিনাইদহ আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ২০২৪-এর বিতর্কিত নির্বাচনের এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুল ও তার প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিরুদ্ধে। 

বিজ্ঞাপন

আইনজীবীরা বলছেন, বিচারাধীন অসংখ্য মামলার তথ্য গোপন করে আরজেএসসিকে চিঠি দেওয়া একটি গুরুতর মিথ্যাচার এবং নিয়ন্ত্রক সংস্থাকে বিভ্রান্ত করে শেয়ার হস্তান্তরের অনুমোদন আদায়ের একটি অপকৌশল। সম্প্রতি উচ্চ আদালত থেকে নোভার্টিস সংক্রান্ত মামলার রায় ঘোষিত হলেও পূর্ণাঙ্গ রায়ের কপি পেতে কালক্ষেপণ হচ্ছে। শ্রমিকদের মামলায় ইতোমধ্যে আপিল বিভাগে সিভিল মিসেলেনিয়াস পিটিশন (সিএমপি) দায়ের করা থাকলেও পূর্ণাঙ্গ রায়ের কপি বিলম্বে প্রাপ্তিতে লিভ টু আপিল দায়ের করে শুনানি করতে বিলম্ব হচ্ছে। 

অভিযোগ উঠেছে, এই বিচারাধীন সময়ে আরজেএসসিকে চাপ প্রয়োগ করে শেয়ার হস্তান্তরের কাজটি সম্পন্ন করে ফেলা। এভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তার করে বিচারাধীন বিষয়ে মালিকানা গ্রহণের চেষ্টা শ্রমিকদের অধিকার, রাষ্ট্রীয় স্বার্থ ও বিনিয়োগ পরিবেশের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। 
সংশ্লিষ্টরা বলছেন, এই বিতর্কের মধ্যেই নোভার্টিসের পক্ষ থেকে নাম পরিবর্তন করে ‘নেভিয়ান লাইফসাইন্স পিএলসি’ রাখার জন্য আরজেএসসিতে একটি আবেদন করা হয়েছে। 

ইতোপূর্বে এই ক্রয়-বিক্রয় প্রক্রিয়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্নধার সালমান এফ রহমানের নেতৃত্বে সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে শেখ হাসিনা ও তার পরিবারের স্বার্থসংশ্লিষ্ট রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে প্রক্রিয়াটি চলমান রয়েছে। বর্তমানে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল এ কাজটি করছেন।

বিজ্ঞাপন

আরটিভি/টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission