করোনা মহামারির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন অনার্স চতুর্থ বর্ষে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ‘বিশেষ পরীক্ষা’নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী নভেম্বরে ‘বিশেষ পরীক্ষা’ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে রোববার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৯৩তম সভায় এ সিদ্ধান্ত হয়।
এর আগে স্নাতক চতুর্থ বর্ষের পাসের ফলাফলে ২৮ শতাংশ শিক্ষার্থী ফেল করার অভিযোগ ওঠে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ অভিযোগ নাকচ করে দেয়।
এফএ