ঢাকা

বাংলা ব্লকেড কর্মসূচি

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৭ জুলাই ২০২৪ , ০৩:৫৫ পিএম


কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের
ছবি : আরটিভি

কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রোববার (৭ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন।

অবরোধ চলাকালে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এ সময় তারা সড়কে গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান যে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা বাস্তবায়ন করতে মাঠে এসেছি। আমাদের যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন হবে আমরা আন্দোলন অব্যাহত রাখবো।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |