ঢাবি ছাত্রদলের সদ্যঘোষিত কমিটি থেকে বাদ ৬ নেতা, নেপথ্যে ছাত্রলীগ সংশ্লিষ্টতা

আরটিভি নিউজ

রোববার, ১৭ নভেম্বর ২০২৪ , ০৯:৪৯ পিএম


ঢাবি ছাত্রদলের সদ্যঘোষিত কমিটি থেকে বাদ ৬ নেতা, নেপথ্যে ছাত্রলীগ সংশ্লিষ্টতা
ফাইল ছবি

ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সদ্যঘোষিত পূর্ণাঙ্গ কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ৬ জন নেতাকে। অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিকর ভিডিও প্রদানসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

রোববার (১৭ নভেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাবি শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর বিভিন্ন অভিযোগের তদন্ত শেষে কমিটি ঘোষণার চতুর্থ দিনেই পদ হারালেন ছয়জন নেতা।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ সামনে আসায় সেগুলো তদন্তের জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নতুন কমিটি গঠন করা হয়। 

তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন, মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহপরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন, রায়হান হোসেনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বছরের ১ মার্চ গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছিল ঢাবি ছাত্রদল। কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে ছিলেন মাসুম বিল্লাহ, সহসভাপতি হিসেবে ছিলেন আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন শামীম আক্তার শুভ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন নূর আলম ভূঁইয়া ইমন।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission