আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে র্যালি ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের মুক্তিকামী জনতার সঙ্গে সংহতি প্রকাশ ও ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে এ র্যালি ও মশাল মিছিলের আয়োজন করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে একটি র্যালি বের হয়।
র্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট ঘুরে মশাল মিছিল করে শিক্ষার্থীরা।
এ সময় তারা ‘Free Free Palestine’, ‘from the river to the sea, Palestine will be free’ ‘ইসরায়েলি আগ্রাসন, থামিয়ে দাও-রুখে দাও’ নানা স্লোগান দেন।
এ মিছিলের মাধ্যমে তারা ফিলিস্তিনিদের মুক্তির দাবি জানিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান জানান দেন।
আরটিভি/এমকে/এআর