ঢাকা

জবির দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প সেনাবাহিনী পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ , ০৮:৩২ পিএম


loading/img
ছবি : আরটিভি

ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্তকে কেন্দ্র করে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সোমবার (২০ জানুয়ারি) আনন্দ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয় এবং শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। 

শিক্ষার্থীরা মিছিলের সময় নানা স্লোগানে ক্যাম্পাসকে মুখরিত করেন এবং এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্তকে স্বাগত জানান। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী আবু রায়হান রতন বলেন, ‘ক্যাম্পাস নির্মাণ প্রকল্পটি কচ্ছপ গতিতে এগোচ্ছিলো। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেনাবাহিনীর অধীনে নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করা। আজ আমরা খুবই আনন্দিত তার বাস্তবায়ন দেখতে পেরে।’

বিজ্ঞাপন

মিছিল শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তোমাদের এই উচ্ছ্বাস আমাদের প্রেরণা জোগায়। তোমাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের অগ্রগতির পথ আরও সুগম করবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. সাবিনা শরমিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের এই উদ্দীপনাকে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাদের পাশে থাকার আশ্বাস দেন।এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণামূলক সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |