ঢাকাMonday, 12 May 2025, 29 Boishakh 1432

নোবিপ্রবিতে নানান আয়োজনে ‘ইইই ডে’ অনুষ্ঠিত 

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ০৩:০০ পিএম


loading/img
ছবি : আরটিভি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নানান আয়োজনে ‘ইইই ডে’ অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইইই এসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল অনুষ্ঠানটির উদ্বোধন করেন।

জানা যায়, ভিন্ন ভিন্ন সেগমেন্টের মাধ্যমে ‘ইইই ডে’ উদযাপন করা হয়। সেগমেন্ট গুলোর মধ্যে ছিলো সার্কিট অলিম্পিয়াড, আইটি কুইজ, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শো-কেস, লাইন ফলোয়িং রোবট, মোবাইল গেইমিং, দাবা প্রতিযোগিতা ইত্যাদি। 

বিজ্ঞাপন

এতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ৬টি বিভাগের প্রায় ১৮০ জন শিক্ষার্থী অংশ নেন।

সন্ধ্যায় অনুষ্ঠানের সমাপনী পর্বে পুরস্কার বিতরণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজুয়ানুল হক।  

উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজুয়ানুল হক বলেন, নোবিপ্রবি ইইই এসোসিয়েশন সুন্দর একটি আয়োজন করেছে। সবার মাঝে বিজ্ঞান চিন্তা ছড়িয়ে দিতে এমন আয়োজন খুবই কার্যকরী। নোবিপ্রবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাইরে সফলতার স্বাক্ষর রাখুক।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |