ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

নোবিপ্রবিতে ১৯ বছরে মাত্র ৬টি ক্রিকেট টুর্নামেন্ট, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

রিয়াদুল ইসলাম, নোবিপ্রবি প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ০৯:০১ পিএম


loading/img
ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রতিষ্ঠার ১৯ বছর পেরিয়ে গেলেও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে মাত্র ৬ বার। দীর্ঘ সময় ধরে নিয়মিত টুর্নামেন্ট না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং খেলোয়াড়রা।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, ২০১০ সালে প্রথম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এরপর ২০১১ ও ২০১২ সালে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় আসর হয়। তিন বছরের বিরতির পর ২০১৬ সালে অনুষ্ঠিত হয় চতুর্থ টুর্নামেন্ট। এরপর ২০১৯ ও ২০২৩ সালে আয়োজিত হয় পঞ্চম ও ষষ্ঠ টুর্নামেন্ট। অর্থাৎ, গত সাত বছরে মাত্র একটি টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। ধারাবাহিকতা না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

নোবিপ্রবি স্পোর্টস ক্লাবের সভাপতি আমির হামজা বলেন, ১৯ বছরে যেখানে অন্তত ১৯টি টুর্নামেন্ট হওয়া উচিত ছিল, সেখানে আমরা পেয়েছি মাত্র ৬টি। এই চিত্র গর্বের নয়, বরং লজ্জার। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ, অথচ নিয়মিত ক্রীড়া আয়োজনের কোনো উদ্যোগ চোখে পড়ে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাজেট, মাঠ ব্যবস্থাপনা, এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের অভাবে আমরা পিছিয়ে আছি। খেলোয়াড়দের মধ্যে আগ্রহ ও প্রতিভা থাকলেও সঠিক সুযোগ না থাকায় তারা নিরুৎসাহিত হয়ে পড়ছে।

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত একটি সুসংগঠিত ক্রীড়া নীতিমালা প্রণয়ন, নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং ক্রীড়া উন্নয়নে শরীরচর্চা শিক্ষা বিভাগের সক্রিয় ভূমিকার দাবি জানান।

এ বিষয়ে শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক আমজাদ হোসাইন বলেন, বিগত সময়ে ম্যাট না থাকায় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। আমরা বাজেটের জন্য আবেদন করেছি এবং অচিরেই টুর্নামেন্ট আয়োজন করতে পারবো বলে আশা করছি।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেন, খেলাধুলার মতো সহশিক্ষা কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকলে তা ছাত্রজীবনের আনন্দময়তা ও পরিপূর্ণতা এনে দিতে পারে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |