বার কাউন্সিলের এনরোলমেন্ট ও বিজিএস পরীক্ষার ফি কমানো এবং বিজেএসে নন-ক্যাডার চালুর দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ফি কমানোর দাবিতে নানা শ্লোগান দেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা অনেক শিক্ষার্থী টিউশন করে চলি, পার্ট টাইম চাকরি করি। চার হাজার টাকা দিয়ে পরীক্ষায় বসা আমাদের জন্য অনেক কঠিন। এই অতিরিক্ত ফি বৈষম্যমূলক। বার কাউন্সিল এনরোলমেন্ট ও বিজেএসের ফি অবিলম্বে কমিয়ে ২০০ টাকার মধ্যে নিয়ে আসতে হবে।
এ সময় আইন অনুষদের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, অনেক ছাত্র-ছাত্রী আছে তারা অনেক কষ্টে দিনাতিপাত করে তারপর পড়াশোনা। বার কাউন্সিলের পরীক্ষার ফি প্রায় সাড়ে চার হাজার টাকা, বিজেএসে পরীক্ষার ফি ১ হাজার ২০০ টাকা যা সম্পূর্ণ অযৌক্তিক। এই ফি কমানো না হলে আমরা কঠোর কর্মসূচি দেবো।
আরেক শিক্ষার্থী মোশতাক আহমেদ বলেন, বার কাউন্সিল ও বিসিএসের এই ফি আমরা অযৌক্তিক মনে করছি। অন্যান্য চাকরির পরীক্ষার সঙ্গে সম্পর্কে সামঞ্জস্য রেখে ফি ২০০ টাকা করতে হবে। বিজেএসে নন-ক্যাডার চালু করে পিএসসি বা অন্যান্য ক্ষেত্রে আইন সংশ্লিষ্ট পদে নিয়োগ দিতে হবে।
মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএ