ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

গাজায় হামলা: বিশ্বব্যাপী ধর্মঘটে সাড়া দিলো ইবি শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ১১:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গাজার নিপীড়িত মানুষের প্রতি সংহতি ও বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বানে সাড়া জানিয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

রোববার (৬ এপ্রিল) বিকেলে ‘গাজার পাশে আছি’ শীর্ষক এক বিবৃতিতে তারা জানিয়েছেন, সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, আমরা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, গণহত্যার মুখে নীরব থাকতে পারি না এবং থাকবো না। গাজার নিপীড়িত মানুষের প্রতি অকুণ্ঠ সংহতি জানিয়ে, আমরা ৭ এপ্রিল বিশ্বব্যাপী ধর্মঘটে অংশ নিচ্ছি। এদিন কোনো ক্লাস, ল্যাব বা অফিস চলবে না।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, প্রতিদিন নিরপরাধ নারী, পুরুষ, শিশু এমনকি নবজাতকরাও নৃশংসতার শিকার হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী ও তাদের মিত্রদের হাতে। এটি যুদ্ধ নয়, এটি পরিকল্পিত জাতিগত নিধন। বিশ্ব নেতারা যখন নীরব, তখন আমরাই সত্যের পক্ষে কণ্ঠ তুলে ধরি।

শিক্ষার্থীদের মতে, এই ধর্মঘট শুধুই প্রতিবাদ নয়; এটি মানবতার পক্ষে অবস্থান, একটি সম্মিলিত চিৎকার এবং যুদ্ধাপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ঘোষণা। আমরা দেশের সকল শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানাই।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |