ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তন করার দাবিতে প্রশাসনিক ভবন আটকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেছে বিভাগটির শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টায় থেকে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।
এ সময় শিক্ষার্থীরা একশান একশান, ডাইরেক্ট একশন; আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম; নাম চেঞ্জ নিয়ে বাহানা, মানি না মানবো না; বিভাগের নাম পরিবর্তন, করতে হবে করতে হবে; জি ই না ইএসটি, ইএসটি ইএসটি; আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে; সেশনজটের প্রহসন, মানি না মানবো না; আট মাসের প্রহসন, মানি না মানবো না ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দুপুর ২টার মধ্যে এক্সপার্ট কমিটির রিপোর্ট সাবমিট করে ২৪ ঘণ্টার মধ্যে জরুরি সিন্ডিকেট সভা ডাকতে হবে। একইসঙ্গে সিন্ডিকেট বিভাগের নাম পরিবর্তন করে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে হবে।
তারা আরও জানান, সেশনজট নিরসনে বিভাগের নানা কেলেঙ্কারিতে অভিযুক্ত শিক্ষকদের একাডেমিক কমিটি ও অভিযোগ আনয়নকারী সকল ব্যাচের পরীক্ষা কমিটি থেকে বহিষ্কার করে দুপুর ২টার মধ্যে নতুন কমিটি তৈরি করতে হবে। বিভাগের সকল পরীক্ষা দ্রুত সচল ও একাডেমিক জটিলতা দূর করতে হবে।
শিক্ষার্থীদের দাবি, তিন বছর আগে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তাদের অজান্তে স্বাক্ষর নিয়ে বিভাগের নাম পরিবর্তন করা হয়। পরবর্তী সময়ে বিষয়টি জানার পর দীর্ঘদিন ধরে বিভাগের নাম পরিবর্তনের দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়িত হয়নি। সর্বশেষ নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পরও একাধিকবার বিভাগীয় সভাপতি এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানালেও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় আজকে আবারও আন্দোলনে নেমেছেন তারা।
এর আগে, গতবছরের ২৪ নভেম্বর একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিভাগটির শিক্ষার্থীরা। সেদিন বিভাগীয় সভাপতি ও প্রক্টরিয়াল বডির আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাতের শর্তে তালা খুলে দেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে এ বছরের ২৬ জানুয়ারি আবারও প্রশাসন ভবনের সামনে একই দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
আরটিভি/এমএ/এস