সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম।
সোমবার (১৬ জুন) সকালে কুষ্টিয়ার বিত্তিপাড়া এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে তার মৃত্যু হয়। একই ঘটনায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু নায়েম রণিসহ আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।
জানা গেছে, রাশেদুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাসিন্দা। কিছুদিন আগেই তিনি স্নাতকোত্তর শেষ করেছেন। রোববার রাতে তিনি ট্রেনে করে জয়পুরহাট থেকে পোড়াদহ স্টেশনে পৌঁছান। সেখান থেকে কুষ্টিয়ায় এসে শ্যামলি পরিবহনের একটি বাসে ক্যাম্পাসে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। আরও জানা যায়, আবু নায়েম রণির আশঙ্কা কাটলেও উন্নত চিকিৎসা জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের ইঞ্জিন কাভারে বসে ছিলেন রাশেদ। বিত্তিপাড়া এলাকায় বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাশেদের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক-সহপাঠীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।
আরটিভি/এমকে/এআর