সিলেট সিটিতে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

আরটিভি নিউজ

বুধবার, ২১ জুন ২০২৩ , ১১:৩০ পিএম


সিলেট সিটি করপোরেশন নির্বাচন

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

ভোটের ফলাফল অনুযায়ী, ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সৈয়দ তৌফিকুল হাদী, ২ নম্বর ওয়ার্ডে বিক্রম কর সম্রাট, ৩ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ৪ নম্বর ওয়ার্ডে শেখ তোফায়েল আহমদ শেপুল, ৫ নম্বর ওয়ার্ডে রেজওয়ান আহমদ, ৬ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসেন শামীম, ৭ নম্বর ওয়ার্ডে সায়ীদ মো. আবদুল্লাহ, ৮ নম্বর ওয়ার্ডে জগদীশ চন্দ্র দাশ, ৯ নম্বর ওয়ার্ডে মখলিছুর রহমান কামরান, ১০ নম্বর ওয়ার্ডে তারেক উদ্দিন, ১১ নম্বর ওয়ার্ডে আব্দুর রকিব বাবলু, ১২ নম্বর ওয়ার্ডে সিকন্দর আলী, ১৩ নম্বর ওয়ার্ডে শান্তনু দত্ত সন্তু, ১৪ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম মুমিন, ১৫ নম্বর ওয়ার্ডে ছয়ফুল আমিন বাকের, ১৬ নম্বর ওয়ার্ডে আব্দুল মুহিত জাবেদ, ১৭ নম্বর ওয়ার্ডে রাশেদ আহমদ, ১৮ নম্বর ওয়ার্ডে এবি এম জিল্লুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ডে এস এম শওকত আমীন তৌহিদ, ২০ নম্বর ওয়ার্ডে আজাদুর রহমান, ২১ নম্বর ওয়ার্ডে আব্দুল রকিব তুহিন, ২২ নম্বর ওয়ার্ডে ফজলে রাব্বী চৌধুরী, ২৩ নম্বর ওয়ার্ডে মোস্তাক আহমদ, ২৪ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবির সুহিন, ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, ২৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তৌফিক বক্স, ২৭ নম্বর ওয়ার্ডে আব্দুল জলিল নজরুল, ২৮ নম্বর ওয়ার্ডে রায়হান হোসেন, ২৯ নম্বর ওয়ার্ডে মাজহারুল ইসলাম শাকিল, ৩০ নম্বর ওয়ার্ডে রকিব খান, ৩১ নম্বর ওয়ার্ডে নজমুল হোসেন, ৩২ নম্বর ওয়ার্ডে রুহেল আহমদ, ৩৩ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ৩৪ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন, ৩৫ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৩৬ নম্বর ওয়ার্ডে হিরন মাহমুদ নিপু, ৩৭ নম্বর ওয়ার্ডে রিয়াজ মিয়া, ৩৮ নম্বর ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন, ৩৯ নম্বর ওয়ার্ডে আলতাফ হোসেন সুমন, ৪০ নম্বর ওয়ার্ডে লিটন আহমদ, ৪১ নম্বর ওয়ার্ডে ফখরুল আলম এবং ৪২ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

এদিন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই রাসিকের মোট ৪২টি ওয়ার্ডের ১৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়।

সিলেট সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission