ঢাকা

সারার জন্য ব্যক্তিগত বিমান ভাড়া করেন সুশান্ত, দাবি রিয়ার  

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ , ০৩:৩৭ পিএম


loading/img
সারা আলী খান, সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী

সুশান্তের সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তী বলেছেন, 'সারা সুলতান' নাম নিয়ে সুশান্তের সঙ্গে থাইল্যান্ডে যান সাইফ-কন্যা সারা আলী খান। সুশান্তের সঙ্গে তার সম্পর্কের কথা যাতে বাইরে না বের হয়, তার জন্যই নিজের নাম পালটে ফেলেন সারা।

বিজ্ঞাপন

২০১৮ সালে বন্ধুদের নিয়ে থাইল্যান্ডে যান বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। রিয়া বলেন, সুশান্ত যে শুধু তার জন্য খরচ করেছেন এমন নয়। ২০১৮ সালে সুশান্ত তার ৬ বন্ধুকে নিয়ে ব্যাংকক, থাইল্যান্ডে বেড়াতে যান। ২০১৮ সালের ওই ভ্রমণের সময় সুশান্তের ৭০ লাখ খরচ হয়েছিল বলেও দাবি করেন রিয়া। 

শুধু তাই নয়, থাইল্যান্ড থেকে ফেরার পর মুম্বাই বিমানবন্দরে স্যামুয়েল হাউকিপের সঙ্গে বাইরে বের হন সাইফ-কন্যা। সুশান্ত বেরিয়ে যান বিমানবন্দরের অন্য গেট দিয়ে। সম্প্রতি স্যামুয়েলের সঙ্গে সারার সেই ছবিও প্রকাশ্যে আসে।

বিজ্ঞাপন

অভিনেত্রীর ওই দাবির পর প্রকাশ্যে আসে স্যামুয়েল হাউকিপের বক্তব্য। সুশান্তের কাছের বন্ধু স্যামুয়েল দাবি করেন, ২০১৮ সালে সারা আলী খানও সুশান্তের সঙ্গে থাইল্যান্ডে যান। 

তিনি বলেন, কেদারনাথের শুটিং এবং প্রমোশনের সময় সারা আলী খানের সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত। একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা তাদের সম্পর্কের মূল চাবিকাঠি ছিল। তবে সুশান্তের সোনচিড়িয়া বক্স অফিসে ব্যবসা করতে না পারায় সারা নাকি অভিনেতার কাছ থেকে সরে যান। বলিউড 'মাফিয়াদের' চাপে পড়ে নাকি সুশান্তের কাছ থেকে সারা সরে যান বলেও দাবি করেন স্যামুয়েল।

জিএ 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |