• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

সারার জন্য ব্যক্তিগত বিমান ভাড়া করেন সুশান্ত, দাবি রিয়ার  

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৭
Sushant Singh Rajput, Sara Ali Khan, Riya Chakraborty
সারা আলী খান, সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী

সুশান্তের সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তী বলেছেন, 'সারা সুলতান' নাম নিয়ে সুশান্তের সঙ্গে থাইল্যান্ডে যান সাইফ-কন্যা সারা আলী খান। সুশান্তের সঙ্গে তার সম্পর্কের কথা যাতে বাইরে না বের হয়, তার জন্যই নিজের নাম পালটে ফেলেন সারা।

২০১৮ সালে বন্ধুদের নিয়ে থাইল্যান্ডে যান বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। রিয়া বলেন, সুশান্ত যে শুধু তার জন্য খরচ করেছেন এমন নয়। ২০১৮ সালে সুশান্ত তার ৬ বন্ধুকে নিয়ে ব্যাংকক, থাইল্যান্ডে বেড়াতে যান। ২০১৮ সালের ওই ভ্রমণের সময় সুশান্তের ৭০ লাখ খরচ হয়েছিল বলেও দাবি করেন রিয়া।

শুধু তাই নয়, থাইল্যান্ড থেকে ফেরার পর মুম্বাই বিমানবন্দরে স্যামুয়েল হাউকিপের সঙ্গে বাইরে বের হন সাইফ-কন্যা। সুশান্ত বেরিয়ে যান বিমানবন্দরের অন্য গেট দিয়ে। সম্প্রতি স্যামুয়েলের সঙ্গে সারার সেই ছবিও প্রকাশ্যে আসে।

অভিনেত্রীর ওই দাবির পর প্রকাশ্যে আসে স্যামুয়েল হাউকিপের বক্তব্য। সুশান্তের কাছের বন্ধু স্যামুয়েল দাবি করেন, ২০১৮ সালে সারা আলী খানও সুশান্তের সঙ্গে থাইল্যান্ডে যান।

তিনি বলেন, কেদারনাথের শুটিং এবং প্রমোশনের সময় সারা আলী খানের সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত। একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা তাদের সম্পর্কের মূল চাবিকাঠি ছিল। তবে সুশান্তের সোনচিড়িয়া বক্স অফিসে ব্যবসা করতে না পারায় সারা নাকি অভিনেতার কাছ থেকে সরে যান। বলিউড 'মাফিয়াদের' চাপে পড়ে নাকি সুশান্তের কাছ থেকে সারা সরে যান বলেও দাবি করেন স্যামুয়েল।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার
দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
ইটভাটা শ্রমিকের নবজাতককে জিম্মি করে অর্থ দাবির অভিযোগ
মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষককে জুতাপেটা