করোনামুক্ত ফেরদৌস ওয়াহিদ
দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ করোনায় আক্রান্ত হওয়ার পর ভক্তদের মাঝে দুশ্চিন্তায় ছায়া নেমে আসে। অবশেষে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এই খ্যাতিমান শিল্পী।
তবে এখনো পুরোপুরি সুস্থ নন ফেরদৌস ওয়াহিদ। গত ১ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে তাকে। খুব বেশি কথা বলতে পারেন না, কাশি হয়। আবার খাবার খাচ্ছেন অল্প। তবে আগের চেয়ে শারীরিক অবস্থা উন্নতির দিকে। জানালেন এই গায়কের সহযোগী মোশাররফ আজমি।
গেল ২০ আগস্ট জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন ফেরদৌস ওয়াহিদ। প্রথমবার টেস্টে তার করোনা নেগেটিভ এলেও দ্বিতীয় টেস্টে তার শরীরে ভাইরাসটি পাওয়া যায়।
ফেরদৌস ওয়াহিদের কিছু জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’, ‘তুমি-আমি যখন একা’, ‘আমার পৃথিবী তুমি’, ‘ওগো তুমি যে আমার কতো প্রিয়’, ‘আমি ঘর বাঁধিলাম’, ‘আমি এক পাহারাদার’।
এম
মন্তব্য করুন