ঢাকা

সৃজিত-মিথিলার গঙ্গা রোমান্স, ছবি ভাইরাল  

বিনোদন ডেস্ক

বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১ , ০৭:৫১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তিনি বিয়ে করেছেন ভারতীয় বাংলা ছবির পরিচালক সৃজিত মুখার্জিকে। আর এই বিয়ের পর থেকেই সমালোচিত হয়ে আসছেন এই মডেল-অভিনেত্রী।

বিজ্ঞাপন

তবে বিয়ের পর খুব একটা সুখের ছিল না তাদের দাম্পত্য জীবন। করোনার কারণে দীর্ঘদিন দূরে থাকতে হয়েছে একে অপরকে।

ঘটনাচক্রে সে সময় দুজনে দুই দেশে আটকা পড়ে যান। সম্প্রতি স্বামী সৃজিতের সঙ্গে গঙ্গাতীরে ঘুরতে গিয়েছিলেন মিথিলা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্টও করেছেন মিথিলা। ছবিতে তাদের নানাভাবে রোমান্স করতে দেখা গেছে। এই জুটির ছবিগুলো তুলেছেন অভিরূপ গুহ রায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন : 

সৃজিত-মিথিলার  গঙ্গাতীরে অবকাশযাপনের এই ছবিগুলোর মধ্যে সোমবার বেশকিছু ছবি পোস্ট করেন মিথিলা। এর ক্যাপশনে লেখেন, ‘গঙ্গা কিনারে।’ বাকি ছবি মঙ্গলবার পোস্ট করে তিনি লেখেন, ‘গঙ্গা ও হাওরা ব্রিজ ভ্রমণের আরো কিছু ছবি।’ আর এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |