ঢাকা

উত্তম কুমারের বায়োপিকে অভিনয় করবেন যারা

বিনোদন ডেস্ক

সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১ , ১২:৩৯ পিএম


loading/img
উত্তম কুমার।

মহানায়ক উত্তম কুমারের বায়োপিক নির্মিত হতে যাচ্ছে। এতে মহানায়কের চরিত্রে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এবং মহানায়িকা সুচিত্রা সেনের চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাবে। এটি পরিচালনা করবেন অতনু বসু।

বিজ্ঞাপন

এর আগে 'মহালয়া' ছবিতে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত এবং মহানায়ক ধারাবাহিকে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

চলতি বছরের সবচেয়ে বড় বাজেটের ছবি হতে যাচ্ছে এটি। প্রায় ৭০ জন অভিনেতা অভিনেত্রীকে কাজ করতে দেখা যাবে এই ছবিতে।  টালিউডের অনেক বড় অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় করতে দেখা যাবে। মহানায়কের বায়োপিকে মহানায়িকার ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। গৌরীদেবীর ভূমিকায় থাকবেন শ্রাবন্তী। খোদ মহানায়কের ভূমিকায় দেখা যেতে চলেছে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। তবে ছবির নাম এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই ছবিটির জন্য প্রায় ২-৩ বছর ধরে রিসার্চ করেছেন পরিচালক অতনু বসু। উত্তম কুমারের যেদিকগুলো আজ পর্যন্ত দর্শকের কাছেও অদেখা অজানা তাই উঠে আসবে এই সিনেমায়।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |