ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

গওহর খানের ওপর কঠিন নিষেধাজ্ঞা

বিনোদন ডেস্ক

বুধবার, ১৭ মার্চ ২০২১ , ০৮:২২ পিএম


loading/img
গওহর খান।

বলিউডের আবেদনময়ী অভিনেত্রী গওহর খানের আগামী ৬০ দিন সব ধরনের শুটিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনোরকম অভিনয় করতে পারবেন না তিনি। গওহরকে অসহযোগিতার নোটিশ পাঠিয়েছে দ্য ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)।

বিজ্ঞাপন

গওহর খানের বিরুদ্ধে অভিযোগ,  কোভিড আক্রান্ত হয়েও শুটিং করছেন তিনি। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর পক্ষ থেকে এক টুইট করে খবরটি জানানো হয়েছে। কিন্তু সেখানে গওহরের নাম ছিল না। কেবল বলা ছিল, ‘বলিউডের এক জনপ্রিয় তারকা’।

পরবর্তীতে মুম্বাইয়ের সংবাদমাধ্যমের খবর,  বিএমসি-র পক্ষে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে অভিনেত্রী গওহর খানের বিরুদ্ধে। জানা যায়, বিএমসি-র কর্মকর্তারা অভিনেত্রীর বাড়িতে খোঁজ নিতে গিয়ে তাকে পাননি। কিন্তু কোভিডে আক্রান্ত হওয়ার পরে নিভৃতবাসে থাকার কথা ছিল গওহরের।

বিজ্ঞাপন

তাইতো ওশিয়াড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। তখন জনসংযোগ কর্মীরা জানান, ‘‘এই অভিযোগ মিথ্যে। গওহর খানের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।’’

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |