সময়ের আলোচিত নায়িকা পরী মণি অভিনীত 'আপন মানুষ' ছবিটি ২১ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে।
এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। পরিচালনা করেছেন শাহ আলম মন্ডল।
পরিচালক বলেন, পরী মণি আমার প্রথম ছবি 'ভালোবাসা সীমাহীন'-এ কাজ করেছে। দ্বিতীয় ছবিতেও পরীকে নিয়ে কাজ করেছি। আশা করছি, দর্শক ছবিটি দেখে হতাশ হবে না।
ছবিতে আরো অভিনয় করেছেন, সুচরিতা, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা।
এ নায়িকার অভিনীত অন্তর জ্বালা, স্বপ্নজাল, আমার প্রেম আমার প্রিয়া'সহ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
২০১৫ সালে শাহ আলম মন্ডল পরিচালিত 'ভালোবাসা সীমাহীন' ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পরী মণি। এখন পর্যন্ত এ নায়িকার ১১টি ছবি মুক্তি পেয়েছে।
এইচএম