ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

নায়িকা সংকটে জায়েদ খান!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০২ অক্টোবর ২০২১ , ০৭:০৭ পিএম


loading/img
ফাইল ছবি

শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল এর প্রয়োজনায় 'জখম' থেকে চিত্রনায়িকা অপু বিশ্বাস ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ থেকে সরে গেছেন? এমন প্রশ্নের চেয়ে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে অপু বিশ্বাসের পরিবর্তে এই চলচ্চিত্রে অভিনয় করবেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। এই খবরে যখন দুই বাংলার বিনোদন মাধ্যম উত্তাল, এর মধ্যেই ঘনিষ্ঠ সূত্র থেকে খবর এলো এখনও নায়িকা শ্রাবন্তীর ব্যাপারে চূড়ান্ত কোনও চুক্তি হয়নি।

বিজ্ঞাপন

বাংলাদেশি কয়েকটি গণমাধ্যমে শ্রাবন্তীর ম্যানেজার এমনটাই জানিয়েছেন। কিন্তু কলকাতার নায়িকা শ্রাবন্তীকে চুক্তি বদ্ধ করা হয়েছে বলে দেশের গণমাধ্যমে জানিয়েছেন ছবিটির প্রযোজক সেলিম খান ও পরিচালক অপূর্ব রানা।

এদিকে ঢাকাই সিনেমার নায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান। তিনি নিজেও জানেন না যে তার বিপরীতে কোন নায়িকা এই চলচ্চিত্রে অভিনয় করছেন! এই দোটানার মধ্যেই তার বিপরীতেই শ্রাবন্তী অভিনয় করবেন বলে জানানো হয়। কিন্তু এখন গুঞ্জন চলছে আদৌ কি শ্রাবন্তী নায়িকা হবেন জায়েদ খানের বিপরীতে? 

বিজ্ঞাপন

শ্রাবন্তী একটি গণমাধ্যমে বলেছেন, তিনি যায়েদ খানকে ঠিক ভাবে চিনতে পারছেন না। তবে শ্রাবন্তীর ম্যানেজারের এমন মন্তব্য মিথ্যা বলে জানিয়েছেন জায়েদ খান। তার দাবি, শ্রাবন্তী তাকে ভালো করেই চেনেন।

কেইউ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |