কলকাতার সুপারস্টার জিৎ। চোখে সানগ্লাস, পায়ে বুট আর কোটের সঙ্গে নিচে তোয়ালে জড়িয়ে ঘুরছেন তিনি। সেই মুহূর্তের ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নায়ক নিজেই। ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছেন ‘দিল তো বাচ্চা হ্যায় জি...’ গানটি।
ক্যাপশনে লিখেছেন, ‘হাম ভি বাচ্চা হ্যায় জি, শিখনে কো কিতনা কুচ মিলা যাতা হ্যায়’। যার বাংলা অর্থ, তিনি নিজেকে বাচ্চাদের মতোই বলেছেন। তাই শেখার মতো অনেক কিছু পেয়ে যান বলে জানিয়েছেন।
ভিডিওটি শেয়ার করতেই নেটমাধ্যমে সেটি হু হু করে ভাইরাল হয়ে যায়। মূলত, মেকআপ রুম থেকে ভিডিওটি শেয়ার করেছেন তিনি।
বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন জিৎ। তার হাতে রয়েছে কয়েকটি সিনেমা। রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনেও রয়েছেন তিনি। কিছুদিন আগেই হুগলি সেতুর ওপর আসন্ন ছবি ‘রাবণ’-এর শুটিং করেছেন এই অভিনেতা।
প্রসঙ্গত, গত মাসে ‘রাবণ’-এর ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন জিৎ। পোস্টারে এক অপ্রত্যাশিত লুকে দেখা গেছে তাকে। লম্বা চুল, গালভর্তি দাড়ি, একটা চোখের মণির রং বাদামি এবং অন্যটি লাল। দৃঢ় চোখের চাউনি, ঠোঁটে কুটিল হাসিতে দেখা যায় এই অভিনেতাকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এনএস/টিআই