• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

জিৎ-রাজকে নিয়ে রাফির ‘লায়ন’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০২ অক্টোবর ২০২৪, ১৪:৫১
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের অন্যতম আলোচিত তরুণ নির্মাতা রায়হান রাফী। ইতোমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র দিয়ে দর্শকদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি ওয়েব ফিল্ম নির্মণেও ব্যস্ত এই পরিচালক। সম্প্রতি রাফী পরিচালিত ‘মায়া’ ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে, যা ইতোমধ্যে দর্শকমনে দাগ কেটেছে।

এদিকে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে ‘লায়ন’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রাফী। যেখানে অভিনয় করার কথা রয়েছে ওপার বাংলার সুপারস্টার জিতের। পাশাপাশি বাংলাদেশের চঞ্চল চৌধুরীর থাকার গুঞ্জনও শোনা যাচ্ছে। অবশেষে সিনেমাটি নিয়ে আরটিভিকে বিস্তারিত জানান রাফী।

আরটিভিকে নির্মাতা বলেন, দুই দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রযোজনায় ‘লায়ন’ সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি। এতে ওপার বাংলা থেকে অভিনয় করবেন জিৎ ও বাংলাদেশ থেকে থাকছেন শরিফুল রাজ।

তিনি আরও বলেন, পাশাপাশি বাংলাদেশের দুই নায়িকা থাকছেন। তিনটি পর্বে মুক্তি পাবে সিনেমাটি। যার প্রথম পর্ব মানে ‘লায়ন ১’ মুক্তি পাবে আগামী রোজার ঈদে।

‘লায়ন’ চিত্রনাট্য যৌথভাবে করছেন রায়হান রাফি ও নাজিম-উদ-দৌলা। যৌথ প্রযোজনার সিনেমাটির ভারতীয় অংশের প্রযোজক হিসেবে রয়েছে শ্যাডো ফিল্মস। খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে দেশি প্রযোজক, নায়িকা ও অন্যান্য অভিনয়শিল্পীর নাম জানানো হবে।

আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে নিজ দেশ ভারতে কনসার্ট না করার ঘোষণা দিলেন দিলজি
গায়ক দিলজিতের ভক্তদের জন্য দুঃসংবাদ
‘পুষ্পা টু’ নিয়ে জিতের পোস্টের জবাবে যা বললেন আল্লু অর্জুন
মৃত্যুর আগে বিশ্বজিৎ হত্যার বিচার দেখে যেতে চান বাবা-মা