ফিরতে পারতেন শূন্য রানে। কিন্তু সহজ ক্যাচ ফেলে টম লাথামকে লাইফ দেন দীর্ঘদিন পর দলের হয়ে খেলতে নামা নাসির হোসেন। সেই লাথামই তুলে নিলেন হাফসেঞ্চুরি।
বিজ্ঞাপন
স্পিনার মোসাদ্দেক হোসেনের বলে সিঙ্গেল নিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন কিউই এ বিধ্বংসী ওপেনার। ৬৫ বলে ৯ চারে ৬১ রান নিয়ে অপরাজিত আছেন তিনি।
আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে এটি টম লাথামের অষ্টম সেঞ্চুরি।
বিজ্ঞাপন
এ ম্যাচ বাদে ৫৭ ওয়ানডে খেলে ৩১.৪২ গড়ে ১ হাজার ৫৪০ রান করেছেন নিউজিল্যান্ড ওপেনার। রয়েছে তিনটি সেঞ্চুরি ও সাতটি হাফসেঞ্চুরি। তার সর্বোচ্চ রানের ইনিংস ১৩৭।
২০১৬ সালের ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষেই এ রান করেন নিউজিল্যান্ড ওপেনার।
ডিএইচ