ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

'বাহুবলী' প্রভাসের সবচে' প্রিয় জিনিস কী

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ২৭ মে ২০১৭ , ১০:১১ এএম


loading/img

তিনি দক্ষিণী সুপারস্টার। 'বাহুবলী' ছবির সুবাদে দুনিয়া ব্যাপি পরিচিত নাম এখন প্রভাস। তাকে নিয়ে কম আলোচনা হয়নি। 'বাহুবলী' প্রভাস, ছবির চরিত্রের জন্য কী ধরনের খাবার খেতেন, কতক্ষণ জিমে গিয়ে শরীরচর্চা করতেন— এতদিনে তা প্রায় সবার মুখস্ত।

বিজ্ঞাপন

তার পছন্দের রং, পোশাক, গাড়ি, জায়গা, ইত্যাদি প্রভৃতি, সবই যেন 'সাধারণ জ্ঞান'র পর্যায় পড়ে গিয়েছে। 

এত কিছু জানার পরেও, প্রভাস সম্পর্কে একটি প্রশ্ন উঠে এসেছে হঠাৎই। তা হলো, 'বাহুবলী' ছবি চলাকালীন এবং তার পরে, কী এমন বস্তু রয়েছে যা প্রভাসের খুব 'প্রাইজড পজেশন' হয়ে গিয়েছে?
এক কথায় উত্তর দিতে গেলে, বালির ভলিবল কোর্ট। যা রয়েছে হায়দরাবাদে তার বাড়ির পাশেই।
 
'বাহুবলী'র চরিত্রের জন্য কেবলমাত্র জিমে গিয়ে কসরতই না, আরো নানা ধরনের কায়িক এক্সারসাইজ করতে হত প্রভাসকে। পাশাপাশি তিনি 'বিচ ভলি' ও খেলা শুরু করেন।

বিজ্ঞাপন

ছবি শেষে এ খেলার প্রেমে পড়ে যান প্রভাস। যে কারণে, নিজের বাড়ির পাশেই বালি ছড়িয়ে তৈরি করেছেন ভলিবল কোর্ট। সময় পেলেই বন্ধুদের সঙ্গে সেখানে লাফালাফি করতে দেখা যায় প্রভাসকে!

এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |