ঢাকা

ফের করোনায় আক্রান্ত রাজ-শুভশ্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৫ জানুয়ারি ২০২২ , ০১:২১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হলেন কলকাতার নির্মাতা রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রান্ত হওয়ার খবর দেন টলিউডের এই তারকা দম্পতি।
 
এদিন রাজ টুইটারে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। আর শুভশ্রী ইনস্টাগ্রামে আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেন।

বিজ্ঞাপন

শুভশ্রী লেখেন, আমি ও রাজ করোনা আক্রান্ত। আপাতত নিজেরা নিভৃতবাসে রয়েছি। গত ৭২ ঘণ্টায় যারা আমাদের সংস্পর্শে এসেছেন, দয়া করে করোনা পরীক্ষা করান। সবাই নিরাপদে থাকুন। সব সময় মাস্ক পরুন।

তিনি আরও লেখেন, আমরা ঠিক আছি। আশা করছি আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে দ্রুত বিপদ মুক্ত হব।

বিজ্ঞাপন

রাজ চক্রবর্তী লেখেন, শুভশ্রী এবং আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা বাড়িতেই কোয়ারেন্টিনে আছি। আপনারা নিরাপদে থাকুন। মাস্ক পরুন এবং করোনা বিধি মেনে চলুন।

এর আগেও করোনা আক্রান্ত হয়েছেন রাজ-শুভশ্রী। ২০২০ সালের অগাস্ট মাসে আক্রান্ত হন রাজ চক্রবর্তী। তার আগে এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী। ওই সময়ও বাড়িতেই কোয়ারেন্টিনে ছিলেন তারা।

কেইউ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |