২০১৭-১৮ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে মুক্তিযোদ্ধাদের দুটি উৎসব ভাতা দেয়ার প্রস্তাব করা হয়েছে। প্রতিবার ১০ হাজার টাকা করে এ ভাতা পাবেন তারা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব পেশ করেন।
এর আগে চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন তিনি। এবারের বাজেটের আকার চার লাখ ২৬৬ কোটি টাকা।
বিজ্ঞাপন
বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভায় এ বাজেট অনুমোদন দেয়া হয়।
এদিন চলতি অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করবেন অর্থমন্ত্রী।
এবারের বাজেটের প্রতিপাদ্য স্লোগান ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সময় এখন আমাদের’।
বিজ্ঞাপন
ডিএইচ