ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

পরিচালক পুত্রের আত্মহত্যার রহস্য উন্মোচন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২০ মার্চ ২০২২ , ১০:৫৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

একটি পাঁচতলা ভবন থেকে পড়ে বলিউডের জনপ্রিয় নির্মাতা গিরিশ মালিকের ছেলের মৃত্যু হয়েছে। মৃতের নাম মান্নান (১৭)।

বিজ্ঞাপন

জানা গেছে, বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন গিরিশ। পরে প্রযোজনা এবং পরিচালনার জগতে প্রবেশ করেছেন। তার পরিচালিত ‘তোরবাজ’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেন সঞ্জয় দত্ত।

১৯ মার্চ শুক্রবার হোলির দিন সকালেই বাড়ি থেকে হোলি খেলতে বের হয়েছিলেন গিরিশের ছেলে মান্নান। পরে বাড়ি ফিরে আসলে পাঁচতলার ছাদ থেকে তার পড়ে যাওয়ার খবর পাওয়া যায়।

বিজ্ঞাপন

এদিকে মুম্বাই পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘এদিন হোলি খেলার পরে মদ্যপান করে বাড়ি ফেরে মান্নান। বাড়িতে ফিরেও মদ্যপান করছিল সে। কিন্তু তার বাবা গিরিশ মালিক মদ্যপান করতে নিষেধ করলে তর্কে জড়ায় বাবা-ছেলে। তার জেরেই প্রচণ্ড উত্তেজিত হয়ে জানলা ভেঙে লাফিয়ে পড়ে ওই তরুণ।’

মাঝেমধ্যেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতো মান্নান। দোলের দিনও মাতাল অবস্থায় মায়ের ওপর ক্ষিপ্ত হয় সে। তদন্ত কর্মকর্তাদের ধারণা, মা-বাবা চোখের আড়াল হতেই পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে মান্নান। এ সময় মান্নানের বাবা তার ঘরে ছিলেন, আর মা ছিলেন রান্না ঘরে।

প্রসঙ্গত, দুর্ঘটনার পরই মান্নানকে মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |