চড়-থাপ্পড় মেরে পার্টিতে মজলেন উইল স্মিথ! (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ মার্চ ২০২২ , ০৬:৪১ পিএম


চড়-থাপ্পড় মেরে পার্টিতে মজলেন উইল স্মিথ! (ভিডিও)
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসর। এবারের অস্কারে ‘কিং রিচার্ড’ ছবির রিচার্ড উইলিয়ামস চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন উইল স্মিথ। এবারের আয়োজনে সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন কমেডিয়ান ক্রিস রক।

বিজ্ঞাপন

অনুষ্ঠান উপস্থাপনার ফাঁকে ফাঁকে নানা ধরনের রসিকতা করছিলেন সঞ্চালক ক্রিস। একপর্যায়ে স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি।’

তার এমন রসিকতায় বেশ চটে যান স্মিথ। অভিনেতা নিজের আসন ছেড়ে মঞ্চে গিয়ে সঞ্চালকের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেন। তবুও স্মিথের রাগ কমেনি। নিজের আসন থেকে চিৎকার করে বলে, ‘তোমার এসব নোংরা কথা থেকে আমার স্ত্রীকে দূরে রাখো।’

বিজ্ঞাপন

তবে সেখান থেকে বেরিয়ে আসার কয়েক ঘণ্টা পর স্ত্রী-সন্তান ও শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে পার্টিতে মন দেন এই তারকা।

উইলিয়ামের এ পার্টিতে উপস্থিত ছিলেন—টেনিস তারকা সেরেনা, ভেনাস উইলিয়ামস, অভিনেত্রী কিম কার্দাশিয়ান, মডেল কেন্ডাল জেনার, অভিনেত্রী ডাকোটা জনসন, ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া, নাতালিয়া পোর্টম্যান প্রমুখ।

সেই ভিডিওতে দেখা যায়, উইল স্মিথের পার্টির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, নানা রঙের আলোয় সেলিব্রিটিরা নাচছেন। স্মিথের হাতে অস্কারের ক্রেস্ট। বাজছিল গান, এক হাতে ক্রেস্ট ধরে গানের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন উইল স্মিথ।

বিজ্ঞাপন
Advertisement

প্রসঙ্গত, এর আগেও দুইবার অস্কারে মনোনয়ন পেয়েছিলেন উইল স্মিথ। এবার পেলেন পুরস্কার। সেরা অভিনেতার পুরস্কার হাতে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

#WillSmith parties at #VanityFair #JustforVariety pic.twitter.com/8xQgIk5d3z

— Marc Malkin (@marcmalkin) March 28, 2022

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission